ভুল সংশোধন না-করে দায় এড়াতে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী, শাহী আক্রমণে পাল্টা হুঙ্কার তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে বাংলার তৃণমূল সরকারকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহী আক্রমণের পাল্টা জবাব দিল তৃণমূল। তৃণমূলের বক্তব্য, সীমান্তরক্ষার দায় কেন্দ্র সরকারের। কিন্তু, ভিত্তিহীন অভিযোগ এনে বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন শাহ।
লোকসভায় বৃহস্পতিবার অভিবাসন ও বিদেশি বিল, ২০২৫-র জবাবি ভাষণে অমিত শাহ দাবি করেন, বাংলায় জমি সমস্যায় সীমান্তে বেড়া দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, “আমরা প্রায় ২২০০ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিচ্ছি, বেড়া দেওয়ার জন্য মাত্র ৪৫০ কিলোমিটার এলাকা বাকি আছে এবং পশ্চিমবঙ্গ সরকার বেড়ার জন্য জমি দিচ্ছে না। আমরা ১১টি চিঠি লিখেছি এবং রাজ্য আধিকারিকদের সঙ্গে সাত দফা আলোচনা করেছি, কিন্তু তারা এখনও জমি দিচ্ছে না। দক্ষিণ ২৪ পরগনা জেলা দিয়েই সবচেয়ে বেশি অনুপ্রবেশ হচ্ছে। এবং রাজ্য সরকার তাদের আধার কার্ড তৈরি করে দিচ্ছে। আধার কার্ড পাওয়ার পর অনুপ্রবেশকারীরা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে।”
স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দলের প্রবীণ সাংসদের মতে, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমস্ত অভিযোগ মিথ্যা। সীমান্তে বেড়া লাগানোয় দেরির দায় কেন্দ্র সরকারের। এর জন্য তারা আমাদের দোষ দিতে পারে না।”
তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকেও শাহের মন্তব্যের প্রতিবাদ করে বলা হয়েছে, “বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রক বিএসএফের এক্তিয়ার ১৫ কিলোমিটার থেকে বৃদ্ধি করে ৫০ কিলোমিটার করেছে। গুজরাতে ৮০ কিলোমিটার থেকে কমিয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে। আকর্ষণীয় অগ্রাধিকার! বিএসএফ যখন তাদের আসল কাজ সীমান্ত নিরাপদ করতে পারছে না, তখন অমিত শাহ পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী করছেন। নিজের ভুল না শুধরে তিনি এখন দায় ঝেড়ে ফেলতে ব্যস্ত। দারুণ!