দেশ বিভাগে ফিরে যান

সংসদ সমাচার: শুক্রবার কোন কোন বিষয়ে সরব হলেন তৃণমূল সাংসদেরা?

March 28, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। চলতি অধিবেশনে মোদী সরকারকে রীতিমতো চাপে রাখছে তৃণমূল শিবির। সংসদের দুই কক্ষের দলের সাংসদেরা সরব হচ্ছে, সরকারকে প্রশ্ন করছেন।

আজ দিনভর কোন কোন ইস্যুতে সরব হলেন জোড়াফুল সাংসদেরা?

লোকসভা:

দ্য ইন্ডিয়ান পোর্টস বিল, ২০২৫ পেশের সময় বিরোধিতা করেন দমদমের সাংসদ সৌগত রায়

জিরো আওয়ারে লোকসভার সাংসদ মহুয়া মৈত্র জিরো আওয়ারে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ২০২৩ এর ধারা ৪৪(৩) বাতিলের দাবিতে বক্তব্য রাখেন। কারণ এটি তথ্যের অধিকার আইন, ২০০৫ এর ধারা ৮(১)(জে)-র সম্পূর্ণরূপে পরিপন্থী করে, যার ফলে সরকার জনসাধারণকে তথ্য জানানো থেকে বিরত থাকতে পারে।

দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর-টাটানগর রুটে ট্রেনের বিলম্ব নিয়ে জিয়ো আওয়ারে সরব হন লোকসভার সাংসদ কালীপদ সোরেন। স্টেশন নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা, আরও বেশি স্টেশনে ট্রেন স্টপেজ এবং নতুন ট্রেনের দাবি জানান সাংসদ।

দ্য ক্যারিয়েজ অফ গুডস বাই সি বিল, ২০২৪ নিয়ে বক্তব্য রাখেন প্রতিমা মণ্ডল

রাজ্যসভা:

হিমঘরের উন্নয়ন এবং মূলত রপ্তানি-নির্ভর সবজি ও ফলের ক্ষেত্রে ফলন-পরবর্তী ক্ষতি মোকাবিলা করার জন্য কী পদক্ষেপ করছে কেন্দ্র সরকার, প্রশ্ন করে জানতে চান রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভুয়ো এপিক কার্ড ইস্যুতে আলোচনার দাবিতে (রাজ্যসভার ২৬৭ বিধি অনুযায়ী) জমা দেওয়া নোটিশে প্রেক্ষিতে চেয়ারপার্সনের মতামত জানতে চান সাকেত গোখলে

দ্য প্রটেকশন অফ ইন্টারেস্টস ইন এয়ারক্র্যাফ্ট অবজেক্ট বিল, ২০২৫-র বিষয়ে বক্তব্য রাখেন প্রকাশ চিক বড়াইক

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #tmc

আরো দেখুন