রাস্তায় নমাজ পড়লে পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স বাতিল! যোগীরাজ্যের পুলিশের ফতোয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দখল করে নমাজ পাঠ করলে পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে হুঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের মিরাটের শীর্ষ পুলিশকর্তা। পবিত্র ইদের আগে আজ, শেষ শুক্রবারের নমাজ পাঠ। তার আগে যোগীরাজ্যের পুলিশের এই ধরনের নির্দেশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
মিরাটের এসপি আয়ুষ বিক্রম সিং সাফ বলছেন, ইদগাহ এবং মসজিদ ছাড়া কেউ কোথাও নমাজ পড়তে পারবেন না। কোনও অনুমতি ছাড়া রাস্তায় নমাজ পড়লে কঠোর শাস্তি পেতে হবে। পাসপোর্ট বা লাইসেন্স বাতিল করা হতে পারে। আর একবার পাসপোর্ট বাতিল হলে নতুন করে পাসপোর্ট পেতে অনেক ঝক্কি পোয়াতে হবে। পুলিশের অনুমতি ছাড়া পাসপোর্ট পাওয়া যাবে না। ইতিমধ্যেই পুলিশের এই নির্দেশিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সংখ্যালঘুদের একাংশের বক্তব্য, আইনশৃঙ্খলা বজায় রাখার নামে অহেতুক সংখ্যালঘুদের হেনস্তার চেষ্টা করা হচ্ছে।
পুলিশের এই নির্দেশ ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে বিজেপির শরিক দলের মধ্যেই। এনডিএ-র শরিক দল রাষ্ট্রীয় লোকদল (RLD) নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত সিং চৌধুরি কঠোর সমালোচনা করেছেন মীরাট পুলিশের। রাস্তাজুড়ে বসে ইদ ও জুম্মাবারের নমাজ পড়লে পাসপোর্ট ও লাইসেন্স বাতিলের পুলিশি হুমকিকে জয়ন্ত চৌধুরি প্রখ্যাত বিশ্বসাহিত্যিক জর্জ অরওয়েলের ডায়াস্টোপিয়ান উপন্যাস ‘১৯৮৪’র ব্যঙ্গ করেছেন।
পুলিশি ফতোয়ার বিরোধিতা করে কেন্দ্রীয় জয়ন্ত চৌধুরি এক্স পোস্ট লিখেছেন, অরওয়েলিয়ান ১৯৮৪-র মতো পুলিশি ব্যবস্থা! উল্লেখ্য, ১৯৪৯ সালে প্রকাশিত জর্জ অরওয়েলের ১৯৮৪ নামে উপন্যাসটি বহু বিতর্কিত ও চর্চিত একটি গ্রন্থ। এই উপন্যাসে রাষ্ট্র নিয়ন্ত্রিত একতরফা কর্তৃত্ববাদ, দেশের মানুষের উপর সরকারের নজরদারি ও চরবৃত্তি, সত্য বিকৃত করে প্রচার এসব তত্ত্ব তুলে ধরা হয়েছিল। এই উপন্যাসে কীভাবে রাষ্ট্র সাধারণ নাগরিকদের স্বাধীনতা কেড়ে নেয়, তাও তুলে ধরা হয়েছে।