আরজি করে গণধর্ষণ হয়নি, হাইকোর্টে কেস ডায়েরি ও রিপোর্ট পেশ করে জানাল CBI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার হাইকোর্টে আরজি কর মামলার শুনানিতে কেস ডায়েরি ও রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানাল, এটা গণধর্ষণ নয়। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত ও তদন্ত তাই জানাচ্ছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, তাহলে কীসের তদন্ত করছেন? জবাবে সিবিআই জানিয়েছে, ঘটনার পর তথ্যপ্রমাণ লোপাট নষ্ট করা-সহ অন্যান্য অপরাধের ক্ষেত্রে কারা, কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কাদের, কাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে? তার তালিকা সিবিআইয়ের কাছে চেয়েছে আদালত। কলকাতা পুলিশের কাছ থেকে পাওয়া কেস ডায়রি পেশ করার জন্য সিবিআইকে মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি। দু’সপ্তাহ পরে ফের শুনানি হবে।
আরজি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা আদালতে আজ আরও একটি স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। শিয়ালদা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের বক্তব্য, ৩ জনের সিডিআর ও কল ডিটেলস পরীক্ষা করা হচ্ছে। সম্প্রতি নতুন করে ২৪ জনের বয়ান রেকর্ড করেছে তদন্তকারী সংস্থা।