নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক মাসের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ মায়ানমার। পর পর দু’বার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। ন্যাশানাল সেন্টার ফর সিসোমলজির খবর অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৭! জানা যাচ্ছে, এর প্রভাব পড়েছে কলকাতা, দিল্লি-সহ দেশের বিস্তীর্ণ এলাকায়।
জানা যাচ্ছে, এদিন বেলায় কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনার একাংশের বাসিন্দারা এই কম্পনের টের পেয়েছেন। কলকাতার কয়েকটি বহুতলে সিলিংফ্যানকে নড়তে দেখেন অনেকে। দেওয়ালে টাঙানো ছবিও নড়তে থাকে। যা দেখে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বহুতল ছেড়ে বেরিয়ে আসেন