পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

কামনা সাগরে পুণ্যস্নান শুরু হয়েছে, লক্ষ লক্ষ মতুয়া ভক্ত হাজির হচ্ছেন ঠাকুরনগরে

March 28, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৪তম আবির্ভাব তিথি উপলক্ষে শুরু হল বারুণী মেলা। এটি মতুয়া সম্প্রদায়ের মেলা হিসেবেও পরিচিত। প্রতি বছরই হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথিতে উত্তর ২৪ পরগনা ঠাকুরনগরে এই মেলা বসে। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কামনা সাগরে পুণ্যস্নান করেন লক্ষাধিক মতুয়া ভক্ত।

বুধবার রাত থেকেই ঠাকুরবাড়ির কামনা সাগরে পুণ্যস্নান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল হতেই ভক্তদের ঢল নামে কামনা সাগরে। গত কয়েক বছর মেলা পরিচালনা নিয়ে ঠাকুর বাড়িতে পারিবারিক বিবাদ প্রকাশ্যে এসেছে। যা নিয়ে মতুয়া ভক্তদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছিল। তবে এবার মমতাবালা ঠাকুর ও শান্তনু ঠাকুরের যৌথ উদ্যোগে গঠিত কমিটি মেলা পরিচালনা করছে। যা মতুয়াদের কাছে মেলার আনন্দ অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

মতুয়া মহাসঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রায় ২৫ লক্ষ ভক্ত এসেছেন ঠাকুর বাড়িতে। তবে এবছর বাংলাদেশের মতুয়া ভক্তদের মেলায় আসতে দেখা যায়নি। হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথিতে মতুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন। মতুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

মতুয়া ভক্তদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের কাছেও যথেষ্ট গুরুত্ব রয়েছে এই মেলার। ছাব্বিশের লক্ষ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছেন মতুয়া মেলায়। মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুরকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিজেপি বিধায়ক অসীম সরকার। যা নিয়ে শুরু হয়েছে চর্চা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Matua, #Punyosnan, #Thakurbari

আরো দেখুন