গেরুয়া শিবিরের তোপের মুখে ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই, বিবৃতিতে জানালেন কুণাল কামরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে নিয়ে রসিকতার পর থেকে জেরবার কুণাল কামরা। ভাঙচুরের পর এবার হুমকি ফোন পাচ্ছেন তিনি। সূত্রের খবর, কৌতূকশিল্পীর কাছে কমপক্ষে ৫০০টি হুমকি ফোন পেয়েছেন। ওই ফোনে নাকি, ‘কেটে ফেলব’, ‘মেরে ফেলব’ বলে হুমকি দেওয়া হচ্ছে তাঁকে।
যে হোটেলের স্টুডিওতে কুণালের অনুষ্ঠান হয়, সেখানে ভাঙচুর চালিয়েছে শিবসেনা কর্মীরা। বিজেপি-শিবসেনার (সিন্ধেপন্থী) হুমকির মুখেও পড়তে হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতে নিজের অবস্থানে অনড় কৌতুকশিল্পী। এক বিবৃতিতে কুণাল জানিয়েছেন, নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই। তিনি বলেছেন, অজিত পাওয়ারকে যা বলেছিলাম, সিন্ধেকেও তাই বলেছি। আমি কোনও ভিড়কে ভয় পাই না।’
পাল্টা কুণালের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সিন্ধেও। জানিয়েছেন, বাক স্বাধীনতারও একটা সীমা থাকা উচিত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী বলেন, ‘বাক স্বাধীনতার একটা সীমা রয়েছে। কৌতুক আদতে কী, তা আমরা বুঝি। কিন্তু তারও একটা পরিসর থাকা উচিত। এ তো যেন কারও বিরুদ্ধে বলার জন্য সুপারি দেওয়া হয়েছে।’ যদিও ভাঙচুরের ঘটনা কোনওভাবেই যে সমর্থনযোগ্য নয়, তাও জানিয়েছেন তিনি। পাশাপাশি বলেছেন, ‘যে কোনও ক্রিয়ার প্রতিক্রিয়া থাকবেই।’
ইতিমধ্যে শিল্পীর বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেছেন শিবসেনা বিধায়ক মুর্জা প্যাটেল। এর পরেই কৌতুকশিল্পীকে হাজিরা দিতে বলেছে মুম্বইয়ের খার থানার পুলিস। যদিও তদন্তকারীদের মুখোমুখি হতে আরও এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন কুণাল। এই মুহূর্তে পুদুচেরিতে রয়েছেন তিনি। সেখানে বসেই নিজের ইনস্টাগ্রামের বায়ো ও এক্স হ্যান্ডলের হেডার ফটো বদলে ফেলেছেন কুণাল। তাতে লেখা, ‘এই অনুষ্ঠানটিতে কড়া ভাষা, আপত্তিকর বিষয়বস্তু রয়েছে। যাঁদের অনুভূতি ও ভাবাবেগে আঘাত লাগতে পারে, তাঁরা এটি ব্যবহারে অনুপযুক্ত। যে কোনও ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য আপনি ছাড়া অন্য কেউ দায়ী নন।’
বিতর্কের আবহে একদিকে বিরোধী শিবিরের অনেকেই যখন স্ট্যান্ড আপ কমেডিয়ানের পাশে দাঁড়াচ্ছেন, তখন কুণালের কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। যদিও অভিনেত্রীর মন্তব্য নিয়ে পাল্টা প্রশ্ন করেন পরিচালক হনসল মেহতা। এরপরেই সোশ্যাল মিডিয়ায় একপ্রস্থ বাগযুদ্ধে জড়ান দু’জনে।