কলকাতা বিভাগে ফিরে যান

প্রতীক্ষার অবসান! চার বছর পর পুনর্বাসন পেলেন কালীঘাট রিফিউজি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা

March 28, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কালীঘাট স্কাইওয়াক তৈরির জন্য উচ্ছেদ করা হয়েছিল এখানকার রিফিউজি হকার্স মার্কেটের ব্যবসায়ীদের। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। চার বছর পর পুনর্বাসন পেলেন তাঁরা।

বুধবার কলকাতা পুরসভার তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে ব্যবসায়ীদের হাতে দোকানের চাবি তুলে দেওয়া হল। ২০২১ সালের শুরুতে কালীঘাট হকার্স কর্নারের ব্যবসায়ীদের অস্থায়ী ভাবে যতীন দাস (হাজরা) পার্কে পুনর্বাসন দেওয়া হয়। নতুন করে দোকান নির্মাণ করে সেখানে পাঠানো হয় হকারদের। ওই বছরই কালীঘাট স্কাইওয়াক নির্মাণের পাশাপাশি নতুন হকার্স মার্কেট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। পুরসভার উদ্যোগে কালীঘাটে তৈরি হয়েছে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত এই বহুতল হকার্স মার্কেট। বুধবার সেই মার্কেটের ১৭৫ জন ব্যবসায়ীর হাতে চাবি তুলে দেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার ও স্থানীয় ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীরকুমার মুখোপাধ্যায়।

একতলা ও দোতলায় রয়েছে পুরসভার অফিস এবং কিছু হকারের দোকান। তিনতলা ও চারতলায় গড়ে উঠেছে সম্পূর্ণ হকার্স মার্কেট। ভবনের পাঁচতলায় থাকবে কলকাতা পুরসভার আলোক বিভাগের দফতর। দীর্ঘ প্রতীক্ষার পর আধুনিক মার্কেট পেলেও ব্যবসায়ীরা কিছুটা চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। তাঁদের মধ্যে অনেকেরই প্রশ্ন, আগের মতো বেচাকেনা হবে তো? এক ব্যবসায়ীর মতে, ‘আগে কালীঘাট মন্দির সংলগ্ন এলাকায় আমাদের দোকান ছিল। ফলে প্রচুর ক্রেতার আনাগোনা ছিল। এখন নতুন মার্কেট তৈরি হয়েছে ঠিকই, কিন্তু মানুষ এখানে আসবে তো? ব্যবসা কি আগের মতো হবে?’

TwitterFacebookWhatsAppEmailShare

#kalighat refugee hawkers market

আরো দেখুন