বিনোদন বিভাগে ফিরে যান

মা মুনমুনের জন্মদিনে কী লিখলেন রাইমা?

March 28, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ২৮ মার্চ মুনমুন সেনের জন্মদিন। উইকিপিডিয়া অনুযায়ী এদিন ৭০ বছরে পা দিলেন অভিনেত্রী। আর তাঁর এই বিশেষ দিনে একগুচ্ছ পুরোনো ছবির কোলাজ বানিয়ে পোস্ট করেন মেয়ে রাইমা সেন।

রাইমার পোস্ট করা এই ভিডিয়োতে কোথাও মুনমুন সেনের যুবতী বেলার এই ছবি দেখা যাচ্ছে তো কোথাও আবার রয়েছে দিদিমা সুচিত্রা সেনের সঙ্গে মা মুনমুন সেনের সমুদ্রে বেড়াতে যাওয়ার ছবি। সেখানে বিকিনি পরে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। এছাড়া বাবা, মা, দিদিমার সঙ্গে তাঁদের দুই বোনের একটি ছবিও আছে এখানে। বাবা মায়ের একটি রোম্যান্টিক ছবিও রেখেছেন রাইমা এই ছবির কোলাজে। রয়েছে এখনকার একটি ছবিও।

ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, “শুভ জন্মদিন মাম। তোমায় খুব ভালবাসি।” রাইমার এই পোস্টে কমেন্ট করেছেন কোয়েল মল্লিক। লিখেছেন, “শুভ জন্মদিন মুনমুন মাসি। অনেক ভালবাসা নিও।” এছাড়াও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রীকে। ১৯৮৪ সালে ‘আন্দার বাহার’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন মুনমুন সেন। সাহসী চরিত্রে অভিনয় এবং অনবদ্য পর্দা উপস্থিতির জন্য তিনি ছিলেন চর্চার কেন্দ্রবিন্দু। বাংলা, হিন্দি-সহ একাধিক ভাষার সিনেমায় তিনি কাজ করেছেন

TwitterFacebookWhatsAppEmailShare

#birthday, #Munmun Sen, #Raima Sen

আরো দেখুন