উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

বাঘের পর সিংহ প্রজননেও সাফল্য বেঙ্গল সাফারি পার্কে, ‘সুরজ’-‘তনয়া’র শাবকের জন্ম

March 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খুশির খবর পর্যটকদের জন্য। বাঘের প্রজননের পর এবার সিংহ প্রজননেও নজির তৈরি করল বেঙ্গল সাফারি পার্ক। সাফারি পার্কে জন্ম হয়েছে একটি সিংহ শাবকের। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে চলতি ২০২৪-২৫ সালে ৩০টি প্রাণীর জন্ম হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের শাবক এবং একটি এশিয়াটিক সিংহের শাবক। এ ছাড়া চারটি সাংহাই হরিণের শাবকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার বিবৃতি প্রকাশ করে এ কথা জানিয়েছে বন দপ্তর।

নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে নানান ধরনের জীবজন্তু আনা হচ্ছে। যা দেখার আকর্ষণে বেঙ্গল সাফারিতে ভিজিটরের সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে আয়। বনদপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে নানান ধরনের জীবজন্তু আনা হচ্ছে। যা দেখার আকর্ষণে বেঙ্গল সাফারিতে ভিজিটরের সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে আয়। মন্ত্রী বলেন, গত আর্থিক বছরের তুলনায় এবার বেশি আয় হয়েছে।

রয়্যাল বেঙ্গল টাইগার অনেকদিন আগেই এসেছে। তারপর এখানে বাঘের প্রজনন শুরু হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরার সিপাহিজলা চিড়িয়াখানা থেকে আনা হয় এক সিংহ দম্পতি। মুখ্যমন্ত্রী নামকরণ করেন সুরজ ও তনয়া। এই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা আগে থেকেই ছিল। যারজন্য বেঙ্গল সাফারিতে এদের দ্রুত সফল প্রজনন হয়েছে। একবছরের মধ্যে সিংহের সংখ্যা বেড়ে এখন তিনটি।

বৃহস্পতিবার সাফারি পার্ক পরিদর্শন করেন বন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) বীরবাহা হাঁসদা। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য জু অথরিটির সদস্যসচিব সৌরভ চৌধুরী, উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জে ভি, বৈকুণ্ঠপুর ডিভিশনের ডিএফও রাজা এম, পার্কের ডিরেক্টর বিজয় কুমার, সহকারী ডিরেক্টর অভিষেক চৌধুরী সহ অন্যান্যরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#cub, #siliguri, #Bengal Safari Park, #tanaya, #suraj

আরো দেখুন