বাকস্বাধীনতা সুস্থ গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ, গুরুত্বপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ির মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। রাজ্যসভার সাংসদ ইমরান ইনস্টাগ্রামে একটি কবিতা পোস্ট করেছিলেন। সেই কবিতার প্রতিবাদে এফআইআর দায়ের হয় গুজরাতের জামনগরে। এফআইআর খারিজ করতে গিয়ে দেশের সর্বোচ্চ আদালত মন্তব্য করেছে, মতপ্রকাশের স্বাধীনতা একটি সুস্থ ও সভ্য সমাজের অবিচ্ছেদ্য অংশ।
সামাজিক মাধ্যমে একটি কবিতা আপলোড করার অভিযোগে ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে গুজরাট পুলিশ ‘শত্রুতা ছড়ানোর’ অভিযোগে এফআইআর দায়ের করেছিল গুজরাত পুলিশ। এই বিষয়ে কড়া মন্তব্য করে সুপ্রিম কোর্ট জানায়, কোনও লেখা বা মন্তব্যকে ‘বিদ্বেষমূলক’ বলে বিচার করার মানদণ্ড হতে পারে না এমন কিছু মানুষের চিন্তাধারা, যারা সবকিছুকেই হুমকি বা সমালোচনা বলে মনে করে।
বিচারপতি এএস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুইয়াঁর নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয়, ‘সুস্থ গণতন্ত্রের জন্য মতপ্রকাশের স্বাধীনতা অপরিহার্য। সাহিত্য, কবিতা, নাটক, শিল্পকলা ও ব্যঙ্গচিত্র সমাজকে সমৃদ্ধ করে।’
সম্প্রতি স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ তকমা দিয়ে শিণ্ডে সমর্থকদের কোপের মুখে পড়েছেন। মুম্বইয়ের খার এলাকার যে হোটেলের ভিতর ‘হ্যাবিট্যাট’ নামের স্টুডিওয় শো করেছিলেন তিনি, সেখানেও কার্যত ধ্বংসলীলা চালায় শিবসেনা সমর্থকরা। তাঁকে সমন পাঠানো হয়েছে মুম্বই পুলিশের তরফে। এহেন পরিস্থিতিতেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করল শীর্ষ আদালত।