কলকাতা বিভাগে ফিরে যান

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে দু’দিন

March 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি মাসের শেষ ও আগামী মাসের প্রথম রবিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো চলাচল করবে না। আগামী কাল রবিবার ও ছয় এপ্রিল নদীর তলার রুট বন্ধ থাকবে। ইস্ট-ওয়েস্ট রুটে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) ব্যবস্থা চালুর জন্য কাজ শুরু করেছে রেল। এখন গ্রিন লাইনের দুই অংশের সিগনাল ব্যবস্থা তুলে অভিন্ন নয়া প্রযুক্তি বসিয়ে ট্রায়াল চলছে।

সেই কাজের জন্য শনিবার রাতে যাত্রী পরিষেবার পর কাজ হবে। তারপর রবিবার সারাদিন ধরে চলবে ট্রায়াল। শেষে বেশি রাতে পুরনো সিগন্যালিং ব্যবস্থা ফিট করা হবে যাতে সোমবার থেকে যাত্রী পরিষেবা স্বাভাবিক হয়। অন্যদিকে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে শুক্রবার থেকে নতুন দু’টি চীনা রেক যাত্রা শুরু করেছে। ইতিমধ্যেই নর্থ-সাউথ করিডরে তিনটি ডালিয়ান রেক যাত্রী পরিষেবা দিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Metro service, #Esplanade, #Howrah Maidan, #howrah metro

আরো দেখুন