উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

নস্টালজিয়া! আবারও সকালে টয় ট্রেন চলবে পাহাড়ে

March 30, 2025 | < 1 min read

সকালে টয় ট্রেন চলবে পাহাড়ে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও সক্কাল-সক্কাল টয় ট্রেন চলবে পাহাড়ে। ফিরবে নস্ট্যালজিয়া। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-এর তরফে ইতিমধ্যেই সেই সংক্রান্ত ঘোষণাও করা হয়েছে।

একসময় কু-ঝিকঝিক শব্দ শুনে কাঁটা মিলিয়ে ঘড়িতে দম দিত পাহাড়বাসী! কিন্তু, সেসব এখন অতীত। সাতসকালের সেই জয়রাইড বন্ধ হয়েছে, অনেক দিন হল। তাই এখন আর ঘুম থেকে ওঠার পর ট্রেনের বাঁশি শুনে হাতঘড়ির কাঁটা মেলানো হয় না। তবে এবার সেই দিন ফির আসছে।

আজ যাঁরা বয়সের ভারে প্রবীণ, পাহাড়ের সেইসব বাসিন্দা যেমন সকালের টয় ট্রেনের কু-ঝিকঝিক সেই শব্দ এখনও ‘মিস’ করেন, তেমনই পাহাড়ের তরুণ ব্রিগেড থেকে শুরু করে দার্জিলিঙে ঘুরতে আসা দেশ-বিদেশের পর্যটক – তাঁরাও দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, আবারও ফেরানো হোক সাতসকালের সেই টয় ট্রেন সফর।

ইকটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর, ডিএইচআর-এর তরফে স্থির করা হয়েছে, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে জয়রাইডের সংখ্য়া আট থেকে বাড়িতে ১৩ করা হবে। ডিএইচআর-এর ডিরেক্টর রিষভ চৌধুরী এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন যাতে সকালে টয় ট্রেন পরিষেবা ফের চালু করা হয়। বিশেষ করে বর্তমান প্রবীণ প্রজন্ম, তাঁদের যুবা বয়সে এই ট্রেন আসার শব্দ শুনেই নিজেদের ঘড়ি মেলাতেন! এই কারণেই আমরা ডিজেলচালিত অতিরিক্ত জয়রাইড পরিষেবা শুরু করতে চলেছি। দিনের প্রথম ট্রেনটি দার্জিলিং স্টেশন ছেড়ে রওনা দেবে সকালে ৭টা ১৫ মিনিটে। গন্তব্য হবে ঘুম স্টেশন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Darjeeling, #Toy Train, #Morning

আরো দেখুন