Opinion Poll: এই মুহূর্তে ভোট হলে কী হবে গোটা রাজ্যের ফলাফল?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে ২০২৫-র মার্চ মাসে দৃষ্টিভঙ্গি নিয়ে এল বাংলার বিধানসভা ভোটের প্রথম জনমত সমীক্ষা। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অবধি, বাংলার নানা প্রান্ত ঘুরে ৫,৩৩৫ জনের মতামত সংগ্রহ করেছেন ৩২ জন সমীক্ষক। তাতেই উঠে এসেছে বাংলার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রতিচ্ছবি।
এতদিন ধাপে ধাপে নানান জেলার জনমত সমীক্ষার পর, এবার এক নজরে দেখে নেওয়া যাক গোটা বাংলার ছবি। বাংলায় মোট বিধানসভা আসন সংখ্যা ২৯৪। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২১৫ টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সরকার গড়ে।
বিজেপির ঝুলিতে গিয়েছিল ৭৭টি আসন। কংগ্রেস বা বামেরা কেউই খাতা খুলতে পারেননি। সংযুক্ত মোর্চার তরফে একটি বিধানসভায় জয় পেয়েছিল আইএসএফ। অন্যান্যরা পেয়েছিল একটি আসন।
২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে বাংলায় তৃণমূল এগিয়ে রয়েছে ১৯২ আসনে। নব্বইটি আসনে এগিয়ে আছে বিজেপি। বাম, কংগ্রেস যদি জোট হিসাবে এগিয়ে রয়েছে বারোটি আসনে।
২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বাংলায় ২০৬ আসনে জয় লাভ করতে পারে তৃণমূল। ৪৯টি আসন পেতে পারে বিজেপি। ৩৫টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বাম, কংগ্রেস জোট হলে, সেই জোট তিনটি আসন পেতে পারে। অন্যান্যরা একটি আসন পেতে পারে।