মার্চেই হাঁসফাঁস গরমে পুড়ছে বাংলা, প্রাথমিক বিদ্যালয়ের পঠনপাঠনের সময়সূচি বদলের ভাবনা রাজ্যের?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মার্চ মাসেই খেল দেখাতে শুরু করেছে গ্রীষ্ম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ রীতিমতো পুড়তে শুরু করেছে। তাপপ্রবাহে হাঁসফাঁস করছেন রাজ্যবাসী। গরমের কারণে এবার কি প্রাইমারি স্কুলগুলোর সময়সূচি বদলের পথে হাঁটবে রাজ্য? শনিবার প্রাথমিক শিক্ষা পর্ষদ, জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের থেকে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইল।
রাজ্যজুড়ে একাধিক প্রাথমিক বিদ্যালয় ডে-সেশনে চলে। অত্যধিক গরমের কারণে পঠনপাঠনের সময়সূচি সকালের দিকে এগিয়ে আনা প্রয়োজন? রাজ্যের বিভিন্ন জেলার প্রাথমিক স্কুলগুলোর প্রধান শিক্ষক, শিক্ষিকাদের চিঠি দিয়ে তাঁদের মতামত জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবারের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের থেকে এ বিষয়ে জানতে চেয়েছেন। স্কুল শিক্ষা দপ্তরকে উত্তর পাঠিয়ে দেওয়া হবে। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
ইতিমধ্যেই রাজ্যের বহু জায়গায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তীব্র গরম অনুভূত হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আবহাওয়ার কথা মাথায় রেখেই স্কুলের সময়সূচি বদলের কথা ভাবছে পর্ষদ।