কলকাতা বিভাগে ফিরে যান

ঈদের দিন কেমন থাকবে মেট্রো পরিষেবা? রইল Update

March 30, 2025 | 2 min read

আগামী সোমবার ঈদ উপলক্ষ্যে কলকাতার মেট্রো পরিষেবায় সময়সূচির বদল করা হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী সোমবার ঈদ উপলক্ষ্যে কলকাতার মেট্রো পরিষেবায় সময়সূচির বদল করা হয়েছে। শনিবার কলকাতা মেট্রো বিজ্ঞপ্তি জারি করেছে। গ্রিন লাইন ২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে। অন্যান্য দিনে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে অর্থাৎ ব্লু লাইনে মোট ২৬২টি মেট্রো চলাচল করে। কিন্তু ঈদ মেট্রোর সংখ্যা কমানো হচ্ছে। ওই দিন মোট ২৩৬টি মেট্রো চলাচল করবে। আপ ও ডাউনে মোট ১১৮ জোড়া ট্রেন চালানো হবে। তবে নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো নির্ধারিত সময়তেই ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে।

শেষ পরিষেবার ক্ষেত্রেও সময়ের কোনও বদল হয়নি। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৩০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ২৮ মিনিটে। কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে।

গ্রিন লাইন ১- এ ঈদের দিনে মোট ৯০ টি ট্রেন চালানো হবে। শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ রুটে আপ ও ডাউন লাইনে ৪৫ জোড়া মেট্রো চলবে। সকাল ৬টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহর জন্য সকাল ৭টা পাঁচ মিনিটে মেট্রো ছাড়বে। রাতে শেষ মেট্রোর সময়ও বদল হচ্ছে না। রাত ৯টা ৩৫ মিনিটে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়বে। একইভাবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। ওই রুটে ঈদের দিন ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#kolkata metro, #Eid Ul Fitr, #metro services, #Eid 2025, #Eid UL Fitr 2025

আরো দেখুন