বাংলায় সাম্প্রদায়িক অশান্তির ছক কষা হচ্ছে, সতর্ক করলেন দুই পুলিশকর্তা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সামনেই রামনবমী, সেই সময় বাংলায় সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে, শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে সতর্ক করলেন দুই পুলিশকর্তা। বাংলাবাসীদের প্রতি তাঁদের আবেদন, “কোনও প্ররোচনায় পা দেবেন না। ভয়ও পাবেন না। তবে খুব সতর্ক থাকুন। কোথাও কোনও অশান্তি হতে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। গোপন সূত্রে আমরা খবর পেয়েছি, কিছু শক্তি অশান্তি ছড়ানোর পরিকল্পনা করছে। পোস্টার থেকে প্ররোচনা তৈরি হতে পারে। এদের থেকে সাবধান। পুলিশও যথেষ্ট সতর্ক আছে।”
সাংবাদিক বৈঠক করেন আইজি (এডিজি), আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। জাভেদ শামিম জানান, “সামনে রাজ্যে উৎসবের মরশুম। ঈদ আছে, রামনবমী আছে। এই সময়ে রাজ্যের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে অশান্তির ছক করছে কিছু কিছু গোষ্ঠী। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঘৃণা ছড়ানোর পরিকল্পনা হচ্ছে। পুলিশ অত্যন্ত সতর্ক। আপনাদেরও সবাইকে সাবধানে থাকার অনুরোধ করছি। কোনও প্ররোচনা বা গুজব শুনে উত্তেজিত হবেন না। নিজেদের এলাকার উপর নজর রাখুন। বেগতিক কিছু দেখলেই পুলিশকে জানান। পুলিশ ২৪ ঘণ্টা আপনাদের সাহায্য করতে প্রস্তুত। এখানকার পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না। যারা এই চেষ্টা করবে, তাদের রুখে দিতে হবে।”
এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, “গোপন সূত্রে আমাদের কাছে খবর এসেছে, আসন্ন উৎসবের সময়ে এ রাজ্যে অশান্তির পরিকল্পনা চলছে। বিভিন্ন পোস্টারের মাধ্যমে উসকানি, প্ররোচনা দেওয়ার ছক হচ্ছে। পুলিশ সতর্ক আছে। শ্যামপুরে এমন একটি অশান্তির খবর পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪টি ধারায় মামলা দায়ের হয়েছে। কেউ কেউ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঝগড়া-অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। বিশেষত রামনবমীকে টার্গেট করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না। নিজেরা শান্তিতে থাকুন, অযথা ভয় পাবেন না। তবে কোথাও কারও কাজে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন।”
রামনবমীর সময়ে রাজ্যে অশান্তি ছড়াতে পারে জানিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তবর্তী এলাকায় প্রশাসনকে সতর্ক থাকতে বলেছিলেন তিনি। এবার রাজ্য পুলিশও সতর্কতা জারি করল।