প্রযুক্তি বিভাগে ফিরে যান

প্রতারণার নয়া ফাঁদ Call Merging Scam! বাঁচবেন কীভাবে?

March 31, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাইবার প্রতারণা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নিত্য নতুন উপায় বদলাচ্ছে অপরাধীরাও।
সাইবার প্রতারকদের নয়া ফাঁদের নাম, Call Merging Scam! এক নতুন ধরণের সাইবার প্রতারণা যার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা টাকা লুঠ হয়ে যায়। জনসাধারণকে সতর্ক করতে পশ্চিমবঙ্গ পুলিশ সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেছে।

ভিডিওতে বানারহাট থানার আই সি তথা জলপাইগুড়ি জেলা পুলিশ মিডিয়া সেলের বিশেষ দায়িত্বপ্রাপ্ত অফিসার বিরাজ মুখোপাধ্যায় বলছেন, বর্তমান সাইবার প্রতারণার যুগে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইউটিউব অ্যাকাউন্ট, জি ইমেল, এমনকী ইউপিআই অ্যাকাউন্টও হ্যাক হতে পারে। সিমকার্ডও হ্যাক হতে পারে। ওটিপি শেয়ার না করেও অ্যাকাউন্ট হ্যাক হতে পারে।

এখন বেশিরভাগ মানুষ লেনদেন অনলাইনেই করে। অনলাইনের দৌলতেই একটি চক্র সব তথ্য জমা করছে। তথ্য চলে যাচ্ছে প্রতারকদের কাছে। তারপরে তাদের টার্গেট হয়ে উঠছে আম জনতা।

কীভাবে বুঝবেন আপনি কল মার্জিং স্ক্যামের শিকার হতে চলেছেন?

ফোন এল। পরিচিত কারও নামের রেফারেন্স নিয়ে কোনও দরকারের কথা বলা হল। ঠিক তখনই আরও একটি নম্বর থেকে ফোন আসবে। উল্টো দিকের ব্যক্তিটি বলবে, সেই পরিচিতই ফোন করেছেন। কলটি ধরে কনফারেন্সে নেওয়ার কথা বলা হবে। ফোনটি ধরা মাত্র, নতুন কলে একটি ওটিপি বলা হবে ভয়েস মেসেজের মাধ্যমে, যা লাইনে থাকা প্রথম ব্যক্তিও শুনতে পাচ্ছেন। তারপর অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে।
সাধারণত ওটিপি মেসেজে আসে, আর এটি ফোনে ভয়েস কল মারফৎ আসছে। অপরাধের নতুন কৌশল।

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যুগে গলাও নকল করা কঠিন নয়। এমনকী চেহারা, ছবিও নকল করা হতে পারে। তাই তথ্য যাচাই করা জরুরি। অজানা ফোনে কনফারেন্স কল নেওয়া যাবে না। ইউপিআই অ্যাকাউন্টের ট্রান্সজ্যাকশন সীমা বেঁধে রাখতে হবে। প্রতিটি অ্যাকাউন্টে ক্ষেত্রে ২ ফ্যাক্টর অথেনটিকেশন অন করে রাখতে হবে। প্রয়োজনে স্থানীয় সাইবার থানার সাহায্য নিতে হবে বা ১৯৩০ নম্বরে ফোন করা যেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Call merging scam

আরো দেখুন