পদ্ম পার্টির চার বিধায়ক এবার জোড়াফুলে? জোর গুঞ্জন রাজ্য রাজনীতিতে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২১ সালে বিধানসভা নির্বাচনে অব কি বার ২০০ পার-র ডাক দেওয়া বিজেপি থেমে গিয়েছিল ৭৭-এ!
তারপর থেকেই দফায় দফায় গেরুয়া শিবিরে ভাঙন চলছে। এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৬৫ জনে নেমে এসেছে। সংখ্যাটা আরও কমতে পারে, তৃণমূল নেতাদের গলায় বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল হুঁশিয়ারি। এবার শোনা যাচ্ছে, চারজন বিজেপি বিধায়ক দল বদলাতে মরিয়া হয়ে উঠেছেন।
সূত্রের খবর, তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁরা কথাও বলে ফেলেছেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন মিললেই যোগদান পর্ব সম্পন্ন হবে।
উল্লেখ্য, গত ১০ মার্চ হলদিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে জোড়াফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন। আরও কয়েকজন বিজেপি বিধায়ক যে তৃণমূলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছেন, তার ইঙ্গিত মিলেছে রাজ্যের শাসক দলের তরফে। সূত্রের খবর, দক্ষিণবঙ্গের চার জন বিজেপি বিধায়ক আপাতত আগ্রহী পদ্ম ছেড়ে জোড়াফুলে যেতে। একই জেলার দু’জন বিজেপি বিধায়ক আছেন তালিকায়। সবটাই এখন আলোচনার স্তরে রয়েছে বলে খবর। মতুয়া গড়ে বিজেপিতে ভাঙন ধরাতে চাইছে তৃণমূল।
বিধানসভার পরিষদীয় দলের নানান হঠকারী সিদ্ধান্ত নিয়ে বিজেপির একাধিক বিধায়ক ক্ষুব্ধ। বিজেপির একদল বিধায়কের দাবি, মত প্রকাশের স্বাধীনতা নেই বিজেপি পরিষদীয় দলে। যেভাবে তৃণমূলের প্রতি বাংলার মানুষের সমর্থন বাড়ছে, তাতে বিজেপি বিধায়কদের নিজের আসন ২০২৬ সালের ভোটে ধরে রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিজেপির অনেকেই তৃণমূলের পথে হাঁটা দিচ্ছেন।