প্রযুক্তি বিভাগে ফিরে যান

ভারতীয়রা প্রতিদিন গড়ে ৫ ঘণ্টা সময় স্মার্টফোনে ব্যয় করছে, যা বিশ্বব্যাপী গড়ের থেকেও একঘণ্টা বেশি!

March 31, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘুম ভাঙা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত ভারতবাসীর মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। নিছক বিনোদন হোক বা অফিসের কাজ, অনলাইন শপিং হোক বা গেমিং—সবেতেই অপরিহার্য মোবাইল। এর সঙ্গে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক প্ল্যাটফর্ম, বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট, ডিজিটাল আর্থিক লেনদেনের অ্যাপের বাড়বাড়ন্ত মানুষের মোবাইল-নির্ভরতা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।

এর প্রতিফলন ঘটেছে মোবাইলের ব্যবহার সংক্রান্ত আর্নস্ট ইয়ং (ইওয়াই)-এর সাম্প্রতিকতম রিপোর্টে। আন্তর্জাতিক এই ম্যানেজমেন্ট কনসালটেন্সি সংস্থাটি একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, বর্তমানে ভারতীয়রা প্রতিদিন গড়ে ৫ ঘণ্টা সময় স্মার্টফোনে ব্যয় করছেন। যা বিশ্বব্যাপী গড়ের (প্রায় ৪ ঘণ্টা) থেকেও একঘণ্টা বেশি। আর এই ৫ ঘণ্টা সময়ের ৭০ শতাংশই খরচ হচ্ছে সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং এবং গেমিং প্ল্যাটফর্মে। ভারতে কম দামে ইন্টারনেটের সহজলভ্যতা এবং ডিজিটাল ব্যবস্থার পরিসর বৃদ্ধিই এর নেপথ্যে রয়েছে বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Human being, #Smartphone, #indian, #technology, #smartphones

আরো দেখুন