দেশ বিভাগে ফিরে যান

প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্বের ধনকুবের তালিকায় প্রথম দশে রোশনি নাদার

March 31, 2025 | < 1 min read

প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্বের ধনকুবের তালিকায় প্রথম দশে রোশনি নাদার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথম ভারতীয় মহিলা হিসেবে এবার ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৫’-এ পঞ্চম স্থানে জায়গা পেলেন রোশনি নাদার। তিনি এইচসিএল টেকনোলজিসের চেয়ারপার্সন। তাঁর সম্পত্তির পরিমাণ সাড়ে ৩ লক্ষ কোটি টাকা। এবার অবশ্য এই তালিকায় বিশ্বের সেরা দশ ধনকুবেরের তালিকায় জায়গা হয়নি মুকেশ আম্বানির। গত বছরের তুলনায় তাঁর সম্পত্তি প্রায় ১৫০০ কোটি ডলার কমেছে।

তবে দেশের সবচেয়ে ধনী ব্যক্তির মুকুট ধরে রেখেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ৮ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। এই রিপোর্ট সূত্রেই একটি উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, ভারতের ২৮৪ জন ধনকুবেরের মোট সম্পত্তির পরিমাণ দেশের জিডিপির প্রায় এক-তৃতীয়াংশ।

ভারতের সেরা ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি। এবার তার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ। মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে ৮ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে রোশনি নাদার ও দিলীপ সাংভি। গত এক বছরে সবচেয়ে বেশি সম্পত্তি বেড়েছে আদানির। অঙ্কের হিসেবে প্রায় ১ লক্ষ কোটি টাকা। সম্প্রতি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার কারচুপি, ঘুরপথে শেয়ার বাজারে লগ্নি, কর ফাঁকি সহ নানা অভিযোগ উঠেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Indian Women, #Roshni Nadar, #Millionaire

আরো দেখুন