স্বস্তি! দেউলবাড়িতে দাপিয়ে বেড়ানো বাঘ ফিরে গেল জঙ্গলে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মৈপীঠের পর এবার বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির দেউলবাড়ি গ্রামে। গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। খবর বনদপ্তর ও কুলতলি থানার পুলিশের তৎপরতা জঙ্গলে ফিরে গিয়েছে বাঘটি।
শনিবার সন্ধ্যায় বাঘের হানার খবর ছড়িয়ে পড়ে দেউলবাড়ি গ্রামে। মাতলা ও মাকড়ি নদীর সংযোগ স্থল পেরিয়ে বাঘটিকে গ্রামের ধান খেতে ঢুকতে দেখেন এক মৎস্যজীবী। সেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামে। আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রায় ২৪ ঘণ্টা গ্রামে আতঙ্ক ছড়িয়ে ছিল বাঘকে ঘিরে। বাঘটিকে ধরার জন্য তিনটি খাঁচা পাতা হয়। এলাকায় শুরু হয় নজরদারি। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির দেউলবাড়ি গ্রামে রাতেও পাহারার বন্দোবস্ত করা হয়।
খাঁচা ফেলে বাঘ ধরার চেষ্টা শুরু হয়। জাল দিয়ে ঘেরা হয় বেশ কিছু জায়গা। নজরদারি চালান বনকর্মীরা। জানা যায়, বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে। গ্রামে এখন স্বস্তির বাতাবরণ। দুপুরে ভাটার সময় চরে বাঘের পায়ের ছাপ। করা হচ্ছে, নদী পেরিয়ে চলে গিয়েছে বাঘটি। বন দপ্তর এবং পুলিশের তরফে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে।
রাতে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। মাইকে প্রচার করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে।