বাংলার গাড়ি সিকিমে গেলে হেনস্তা, বুধবার উচ্চপর্যায়ের বৈঠক

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পর্যটক নিয়ে পশ্চিমবঙ্গের গাড়িগুলিকে সিকিমে গেলে আটকে দেওয়া হচ্ছে। অথচ সিকিমের গাড়ি অবাধে এ রাজ্যে ঘুরছে। রাজ্যের সঙ্গে করা পরিবহণ চুক্তি সিকিম মানছে না বলেও অভিযোগ উঠছে। সিকিমে গাড়িভাড়া ও গাড়ি নিয়ে হয়রানির অভিযোগ দীর্ঘ কয়েক যুগের। অভিযোগ করলেও কোনও উদ্যোগ চোখে পড়েনি।মাঝে মধ্যে দু-একটি অভিযান ও হেল্পলাইন নম্বর দিলেও তাতে কোনও কাজ হয়নি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারী এক আমলা সিকিমে এসে সমস্যায় পড়েন। যার পর তিনি অভিযোগ কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেন। নড়েচড়ে বসে পরিবহণ দপ্তর। সেখান থেকে আলটিমেটাম দেওয়ার পর অবশেষে হুঁশ ফিরেছে সিকিম সরকারের।
পশ্চিমবঙ্গ-সিকিম পারস্পরিক পরিবহণ চুক্তি বা রেসিপ্রোকাল এগ্রিমেন্ট বাস্তবায়ন নিয়ে বুধবার শিলিগুড়িতে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে যোগ দিতে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরিবহণ সচিব সৌমিত্র মোহন সহ অন্য আধিকারিকরা শিলিগুড়িতে আসছেন। বৈঠকে অংশ নেবেন সিকিমের পরিবহণমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা, পরিবহণ সচিব সহ অন্য আধিকারিকরা। থাকবেন শিলিগুড়ির মেয়র, ডেপুটি মেয়র, পুলিশ কমিশনার এবং দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির জেলা শাসক, আঞ্চলিক পরিবহণ আধিকারিকরাও। বুধবারের বৈঠকের দিকে তাকিয়ে আছেন রাজ্যের পর্যটন ব্যবসায়ীরা