দেশ বিভাগে ফিরে যান

আজ থেকে বাড়ছে বহু ওষুধের দাম, চিন্তায় আমজনতা

April 1, 2025 | < 1 min read

আজ থেকে বাড়ছে বহু ওষুধের দাম, চিন্তায় আমজনতা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: একধাক্কায় ওষুধের দাম বাড়ছে ১.৭৪ শতাংশ। আজ, ১ এপ্রিল থেকেই বর্ধিত দাম দেশজুড়ে কার্যকর হচ্ছে। ফলে আমজনতার পকেটে টান পড়তে চলেছে। তার সঙ্গে পড়বে কপালে চিন্তার ভাঁজও। কোন কোন ওষুধের দাম বাড়ছে?

জানা গিয়েছে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, গ্যাসের সমস্যা, জ্বর, বমি, রক্ত পাতলা করার ওষুধের পাশাপাশি হাঁপানি, সিজোফ্রেনিয়া সহ মানসিক অসুখের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলির দামও বাড়ছে। এছাড়াও, ক্যান্সার রোগীদের ব্যথানাশক ওষুধ, এইডসের ওষুধ, সর্পাঘাতের চিকিৎসার ওষুধ এবং গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের দামও বৃদ্ধি পাচ্ছে।

এইসব ওষুধের পাশাপাশি দাম বাড়ছে স্টেন্ট-অর্থোপেডিক চিকিৎসা সরঞ্জামেরও। ১.৭৪ শতাংশ পর্যন্ত বাড়বে বিভিন্ন ওষুধের দাম। আর এই দাম বাড়ায় সায় দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।

তাঁদের তরফে বলা হয়েছে, কাঁচামালের দাম বৃদ্ধি হয়েছে তাই সামঞ্জস্য রাখার জন্য ওষুধের দাম বাড়ানো হচ্ছে। কয়েক মাস আগেই অ্যাজমা, টিবি, গ্লুকোমা সহ মানসিক রোগ এবং থ্যালাসেমিয়ার ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

গত বছর মে মাসে নিয়মিত ব্যবহৃত হয় এমন ৪১টি সাধারণ ওষুধের দাম কমানোরও সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লিভার সংক্রান্ত রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম কমে। কিন্তু বছর গড়াতেই ফের ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে

TwitterFacebookWhatsAppEmailShare

#pharmacy, #Medicine, #Medical, #Medicines, #price hike

আরো দেখুন