← দেশ বিভাগে ফিরে যান

সংসদ সমাচার: মঙ্গলবার কোন কোন বিষয়ে সরব হলেন তৃণমূল সাংসদেরা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষ লগ্নে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। আজ দিনভর নানান বিষয়ে সরব হলেন বাংলার শাসক দলের সাংসদেরা।
লোকসভা:
কোস্টাল শিপিং বিল, ২০২৪ নিয়ে বক্তব্য রাখেন দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায়।
রাজ্যসভা:
ভুয়ো এপিক ইস্যুতে আগামী শুক্রবার ২৬৭ নিয়ম বিধি অনুযায়ী রাজ্যসভায় আলোচনার দাবিতে সরব হন সাংসদ দোলা সেন।
ভারতীয় মুদ্রার ক্রমাগত মূল্যহ্রাস নিয়ে কেন্দ্রের কাছে জবাব চান সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
ত্রিভুবন সহকারী ইউনিভির্সিটি বিল, ২০২৫ নিয়ে বক্তব্য রাখেন রাজ্যসভার তিন তৃণমূল সাংসদ দোলা সেন, সাগরিকা ঘোষ এবং নাদিমূল হক।