নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।
২০২৪-র এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সর্বোচ্চ তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল। টানা দুসপ্তাহের বেশি সময় ধরে চলা গরম পাঁচ দশকের রেকর্ড ভেঙে দিয়েছিল । এবার পরিস্থিতি আরও খারাপ। চৈত্র মাসের শুর থেকে সর্বোচ্চ তাপমাত্রার পারদ চড়ছে । দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে চলে গিয়েছে।