দলের সব পদ ছেড়ে কাদের নিশানা করলেন BJP বিধায়ক মনোজ কুমার ওঁরাও?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে উত্তরের মাটিতে ফের ধাক্কা খেল গেরুয়া পার্টি। বঙ্গ বিজেপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দলের সব পদ ‘ছাড়ছেন’ বিজেপি বিধায়ক। সমাজ মাধ্যমে পোস্ট করে দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে কুমারগ্রামের বিজেপি বিধায়ক কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি লিখছেন, “শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রান লাগিয়ে দিচ্ছে। কয়েকজন নেতৃত্ব ব্যাক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পরে লেগেছে।
কিন্তু কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিকেই প্রধান্য দিচ্ছে।
আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে। এই পরিবেশে দলের কোন দায়িত্বে থাকতে পারছি না। তাই সব দলীয় পদ থেকে অব্যহতি নিলাম। একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকবো।”

প্রশ্ন উঠছে, নাম না করে কাদের দিকে নিশানা করলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক? আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি বদলকে ঘিরে কদিন আগেই উত্তাল হয়েছিল পদ্ম পার্টি। মনে করা হচ্ছে, দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তিনি এমনটা লিখলেন। তিনি অব্যাহতি নিচ্ছেন। কিন্তু বিধায়ক পদ ছাড়ার কোনও ঘোষণা তিনি করেননি। কেউ কেউ তাঁর দল বদলের সম্ভাবনাও দেখছেন। অনেকেই বলছেন মনোজ এবার তৃণমূলের পথে।