রাজ্য বিভাগে ফিরে যান

রেশন কার্ডের জন্য e-kyc যাচাইয়ের কাজে ডাবল ইঞ্জিন রাজ্যগুলির তুলনায় এগিয়ে বাংলা

April 2, 2025 | < 1 min read

ব্যাঙ্কে KYC

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক ব্যক্কির একটিমাত্র রেশন কার্ড চালু রাখার জন্য রাজ্যগুলিকে উদ্যোগ নিতে বলেছিল কেন্দ্র। এজন্য ই-কেওওয়াইসি প্রক্রিয়ায় তাদের যাচাই করার নির্দেশ দেওয়া হয়। এই কাজে সবচাইতে এগিয়ে বাংলা। মহারাষ্ট্রে মোট ১.২৪ লক্ষ গ্রাহকের তালিকা পাঠিয়েছিল কেন্দ্র। কিন্তু তারা মাত্র ৬৪৪ জনের বা ১ শতাংশের ই-কেওয়াইসি করেছে। অসমও আটকে আছে ১ শতাংশে। অসমের ২০,৭৯৮ জনের ডুপ্লিকেট কার্ড রয়েছে। তার মধ্যে ই-কেওয়াইসি করা হয়েছে মাত্র ২৯৪ জনের। ত্রিপুরার সাকসেস রেট ২ শতাংশ।

যোগীরাজ্যের ছবিটা একটু ভালো। সেখানে মোট ১.৯৮ লক্ষ কার্ড যাচাই করতে বলা হয়েছিল। ইউপি সরকার ই-কেওয়াইসি করেছে ৭৭ হাজারের কিছু বেশি বা ২৮ শতাংশের মতো। ওড়িশায় হয়েছে ২৯ শতাংশ। রাজস্থান, ছত্তিশগড় এবং গুজরাতের মতো ‘ডাবল ইঞ্জিন’ সরকারও এই কাজে পশ্চিমবঙ্গের চেয়ে অনেকটাই পিছিয়ে আছে। যে ২২টি রাজ্য এই কাজ করতে পারেনি তার মধ্যে রয়েছে বিহার, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ডের মতো বিজেপি/এনডিএ শাসিত রাজ্যগুলি।

TwitterFacebookWhatsAppEmailShare

#e kyc, #West Bengal, #ration card

আরো দেখুন