দেশ বিভাগে ফিরে যান

বাংলা-সহ দেশে ভয়াবহ হবে গ্রীষ্মকাল! চরম সতর্কবার্তা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের

April 2, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গ্রীষ্মকালে বাংলা সহ দেশের বিস্তীর্ণ অংশজুড়ে স্বাভাবিকের থেকে বেশি তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হবে। এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশে আবহাওয়ার সম্ভাব্য হাল নিয়ে পূর্বাভাস জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এইসময়ে উত্তর, উত্তর-পশ্চিম (সমতল অংশ), মধ্য ও পূর্ব ভারতে দুটি থেকে তিনটির বেশি তাপপ্রবাহ সৃষ্টি হতে পারে। দেশে গরমের তিনমাসে চার থেকে সাত দফায় তাপপ্রবাহ হয়ে থাকে। এবার সেই সংখ্যা বাড়তে চলেছে।

উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিকের থেকে দ্বিগুণ সংখ্যক তাপপ্রবাহ হতে পারে। বাংলা ছাড়া স্বাভাবিকের থেকে বেশি তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মতো প্রতিবেশী রাজ্যগুলি। তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, পাঞ্জাব, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটকের উত্তরাংশ। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। এল নিনো পরিস্থিতি বিদায় ও বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বিশ্বের মতো ভারতেও গরম বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

উত্তর-পশ্চিম দিক থেকে গরম ও শুকনো হাওয়া আসলে বাংলায় তাপপ্রবাহ হয়। উত্তর ভারতের দিক থেকে আসা গরম হাওয়া বিহার, ঝাড়খণ্ড হয়ে বাংলায় প্রবেশ করে। সমতল এলাকায় কোনও এলাকার সর্বোচ্চ তাপমাত্রা অন্তত ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে বা স্বাভাবিকের থেকে কমপক্ষে ৪.৫ ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত হয়। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৪ ডিগ্রি বেশি হলে তীব্র তাপপ্রবাহ হয়। উপকূল ও পাহাড়ি এলাকায় তাপপ্রবাহের মাপকাঠি যথাক্রমে ৩৭ ও ৩৫ ডিগ্রি।

বিশেষজ্ঞদের মতে, তীব্র গরম ও অধিক সংখ্যক তাপপ্রবাহ দিনের জন্য বিদ্যুতের চাহিদা ৯ থেকে ১০ শতাংশ বাড়বে। গত বছর ৩০ মে দেশে ২৫০ গিগাওয়াট বিদ্যুতের রেকর্ড চাহিদা হয়েছিল। গরমের জেরে অসুস্থতার বিষয়ে কেন্দ্রীয় আবহাওয়ার দপ্তর সতর্কতা জারি করেছে। রাজ্যগুলিকে সতর্ক করে ইতিমধ্যেই কেন্দ্র চিঠি দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Summer, #summer hit, #Heatwaves

আরো দেখুন