সংসদ সমাচার: বুধবার কোন কোন বিষয়ে সরব হলেন তৃণমূল সাংসদেরা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাজেট অধিবেশন দ্বিতীয় পর্ব চলছে সংসদে। আজ দিনভর কোন কোন বিষয়ে সরব হলেন বাংলার শাসক দলের সাংসদেরা?
লোকসভা:
আজ, বুধবার; সংসদে পেশ হয় ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫। লোকসভার নিয়ম বিধি ৭৭(২) অনুযায়ী আরও মতামত গ্রহণের জন্য ওয়াকফ সংশোধনী বিলকে ফের কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন সাংসদ অধ্যাপক সৌগত রায়।
ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫-র বিষয়ে বক্তব্য রাখেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনে নিন কী বললেন আইনজীবী-সাংসদ?
রাজ্যসভা:
জিরো আওয়ারে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামসকে ভারত রত্ন সম্মান দেওয়া দাবি জানান সাংসদ মহম্মদ নাদিমূল হক।
বাংলার কিছু পাটকল এবং চা বাগানের মালিকেরা, যারা কর্মীদের প্রভিডেন্ট ফান্ড টাকা দিচ্ছে না, সে’সব মালিকদের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করছে অতিরিক্ত কেন্দ্রীয় পিএফ কমিশনার। রাজ্যের চিঠি সত্ত্বেও পদক্ষেপ করা হচ্ছে না। এই বিষয়ে কেন্দ্রের দীর্ঘসূত্রতা নিয়ে জিরো আওয়ারে আলোচনা করেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
জিরো আওয়ারে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সরকারি কর্মচারীদের পেনশনের সুবিধা প্রদানে বিলম্বের বিষয়ে উদ্বেগ জানিয়ে এবং সংশোধিত সিভিল সার্ভিস পেনশন বিধি অনুসারে অবসরপ্রাপ্তদের অবসরের তারিখের ভিত্তিতে প্রাপ্ত পরিমাণের শ্রেণীবিন্যাস করে অবসরকালীন ভাতার বৈষম্য দূর করার দাবি জানান।
প্রধানমন্ত্রী জনমান প্রকল্পের অনুমোদিত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার কারণ জানতে চেয়ে প্রশ্ন করেন সাংসদ মৌসম বেনজির নূর।
৪ এপ্রিল বাজেট অধিবেশন শেষ হওয়ার আগে মণিপুর এবং ভুয়ো এপিক কার্ড নিয়ে আলোচনার দাবিতে সরব হন সাংসদ সাকেত গোখল।
দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫-র বিষয়ে বক্তব্য রাখেন সাংসদ সুস্মিতা দেব ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার ২৩৯ নম্বর নিয়ম বিধি অনুযায়ী অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ সরকারের জমি অধিগ্রহণ নীতি ও পদ্ধতি সম্পর্কে ভুল তথ্য দিয়ে সংসদকে বিভ্রান্ত করছেন কেন্দ্রীয় মন্ত্রী। যার প্রতিবাদে সরব সাংসদ এবং ওয়াক আউট করে তৃণমূল।