কলকাতা পুরসভার স্কুলগুলিতে শিশুদের ‘গুড টাচ’, ‘ব্যাড টাচ’ বোঝার পাঠ দেওয়ার উদ্যোগ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার কলকাতা পুরসভার বিভিন্ন স্কুলে শিশুদের কোন স্পর্শ ভালো আর কোন স্পর্শ খারাপ অর্থাৎ ‘গুড টাচ’, ‘ব্যাড টাচ নিয়ে পাঠ দিতে আগ্রহী পুর কর্তৃপক্ষ। তার জন্য বিশেষ পাঠ্যক্রম বা পাঠ্য-পদ্ধতি তৈরি হচ্ছে। ডিজিটাল ব্যবস্থারও সহযোগিতা নেওয়া হবে। পুরসভার সাম্প্রতিক বাজেটে শিক্ষা বিভাগের নথিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
পুরসভার সাম্প্রতিক বাজেটে শিক্ষা বিভাগের নথিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। বাজেট বক্তৃতায় বলা হয়েছে, ‘শিশু সুরক্ষা নির্দেশিকা’ ও ‘স্কুলে যৌন নির্যাতনের বিরুদ্ধে সুরক্ষার নির্দেশিকা’ নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। তার উপর ভিত্তি করে আইটি বিভাগের সহযোগিতায় নির্দিষ্ট রোডম্যাপ বানানো হচ্ছে। পুরসভার স্কুলে মূলত গরিব কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিশুরাই পড়াশোনা করতে আসে। বড় বড় বেসরকারি স্কুলের মতো নানা কৌশলে পড়ানোর পদ্ধতি এখানে মানা হয় না। তবে, বর্তমানে পুরসভার বিভিন্ন স্কুলে স্মার্ট ক্লাস চালু হয়েছে। বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে পাঠদানের পদ্ধতিতেও বদল আনা হয়েছে। বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে পুরসভার স্কুলে পড়াশোনাকে পড়ুয়াদের মনোগ্রাহী করে তুলতে সচেষ্ট কর্তৃপক্ষ। সেই সূত্রেই নতুন করে সংযোজন হতে চলেছে এই ধরনের পাঠ্যক্রম। দেওয়া হবে নারী ক্ষমতায়নের পাঠও। শিক্ষা বিভাগের তরফে জানানো হয়েছে, আইটি বিভাগের সঙ্গে হাত মিলিয়ে বিশেষ পাঠ্য-পদ্ধতি তৈরি করা হচ্ছে।