দেশ বিভাগে ফিরে যান

ওয়াকফ বিল নিয়ে সংসদ উত্তাল, তৃণমূল বলল ‘অসাংবিধানিক’

April 2, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তীব্র বিরোধিতার মধ্যে লোকসভায় পেশ হল ‘বিতর্কিত’ ওয়াকফ সংশোধনী বিল। বিতর্কিত বিল পেশ করলেন বিজেপি সরকারের সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। এদিকে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে লোকসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস সাংসদরা। বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপি, বাম দলগুলি ছাড়াও বিরোধী শিবিরের প্রায় সব দল সম্মিলিতভাবে এই বিলের বিরোধিতা করছে।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) ওয়াকফ সংশোধনী বিলকে অসাংবিধানিক বলেন। তিনি বলেন, ‘‘আমি এই বিলকে একেবারেই সমর্থন করছি না। এই বিল অসাংবিধানিক। তৃণমূলের তরফে আমরা এই বিলের বিরোধিতা করছি।’’ তিনি জানান, বিজেপির আনা এই বিলে মুসলমানদের অধিকার খর্ব হচ্ছে। এই বিল অসাংবিধানিক। কল্যাণের দাবি, ওয়াকফ বিলের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের অসৎ উদ্দেশ্য রয়েছে। ভোটাভুটি হলে এই সংশোধনী বিলের বিপক্ষে ভোট দেবে তৃণমূল।

এই তৃণমূল সাংসদ বলেন, ‘‘ওয়াকফ সংশোধনী বিলের আড়ালে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সম্প্রদায়কে ভাগ করতে চাইছে। যদি ওরা একতাই চায়, তা হলে বিলে কেন ভাগের চেষ্টার কথা? সম্প্রদায়ের উপর ভিত্তি করে ওয়াকফ বোর্ডের মধ্যে শ্রেণিবিভাগ শাসকদলের খারাপ উদ্দেশ্যই ইঙ্গিত করে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #tmc, #Kalyan Banerjee, #Budget session, #Waqf Amendment Bill

আরো দেখুন