বন্ধ মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম! মেয়েদের সঞ্চয়ের পথ রুদ্ধ করল BJP সরকার?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমটি বন্ধ করে দিল মোদী সরকার। ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল গত দু’বছর আগে চালু হওয়া প্রকল্পটি। অন্য অনেক ক্ষুদ্র সঞ্চয় বা ফিক্সড ডিপোজিট স্কিমের তুলনায় সুদের হার ছিল বেশি, প্রায় ৭.৫ শতাংশ! ফলে দ্রুত জনপ্রিয়তা পায় স্কিমটি। ভাবা হচ্ছিল, নারী-সম্মানের কথা বলা কেন্দ্রের বিজেপি সরকার হয়তো এই প্রকল্পটির মেয়াদ বাড়াবে। কিন্তু তা হল না।
কেন্দ্রের অর্থমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানাল, ৩১ মার্চই জনপ্রিয় এই স্কিম শেষ হচ্ছে। এরপর থেকে আর এই প্রকল্পের ক্ষেত্রে কোনও নতুন ডিপোজিট নেওয়া হবে না। বিরোধীদের কটাক্ষ, মুখে নারী সম্মানের কথা বললেও বিজেপি আমলে নারীরা মোটেও সুরক্ষিত নয়। মোদী সরকার নারীবিদ্বেষী। তৃণমূলের বক্তব্য, নারীদের সম্মান ও সুরক্ষার বিষয়ে বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিক্ষা নেওয়া উচিত। কেন্দ্রের সামগ্রিক বাজেটের মধ্যে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের বাজেটে বরাদ্দ মাত্র ০.৫৩ শতাংশ। এটাও প্রমাণ করছে, ভাঁওতাবাজির সরকার চালাচ্ছে বিজেপি।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ এপ্রিল ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম’ চালু হয়। ১৮ বছরের বেশি বয়সি মহিলাদের জন্য দু’বছরের মেয়াদে ক্ষুদ্র সঞ্চয়ের প্রকল্পটি চালু হয়। নাবালিকাদের নামেও অভিভাবকরা চালু করেছেন। সর্বনিম্ন এক হাজার ও সর্বাধিক দুই লক্ষ টাকা জমা রাখার সুযোগ ছিল। ৭.৫ শতাংশ হারে সুদ মেলায় কম দিনেই জনপ্রিয় হয়ে ওঠে স্কিম। দুই বছরে ম্যাচিওরিটি হয়েছে। এমএসএসসি-তে অ্যাকাউন্ট খোলার এক বছর পর ৪০ শতাংশ পর্যন্ত টাকা তুলে নেওয়ার সুযোগও ছিল। এহেন স্কিম বন্ধ করে দেওয়া হল। এখানে প্রশ্ন উঠছে তবে কি ২০২৪ সালের লোকসভাকে মাথায় রেখেই এমন প্রকল্প চালু হয়েছিল? ভোট মিটে বছর ঘুরতেই তা বন্ধ করে দেওয়া হল!