দেশ বিভাগে ফিরে যান

হোয়াটস অ্যাপ ভারতে ৯৭ লক্ষের বেশি অ্যাকাউন্ট বন্ধ করল

April 2, 2025 | < 1 min read

হোয়াটস অ্যাপ ভারতে ৯৭ লক্ষের বেশি অ্যাকাউন্ট বন্ধ করল

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: হোয়াট্‌সঅ্যাপের মাধ্যমে সাইবার অপরাধ বাড়ছে। আর্থিক কেলেঙ্কারি ও প্রতারণা রুখতে দৃঢ় পদক্ষেপ করা হচ্ছে। তাই ফেব্রুয়ারি মাস জুড়ে ভারতে ৯৭ লক্ষের বেশি অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটস অ্যাপ। মঙ্গলবার এমনই জানানো হয়েছে এই সোশ্যাল মিডিয়া সংস্থার তরফে।

এগুলির মধ্যে ১৪ লক্ষের বেশি অ্যাকাউন্ট ব‌্যবহারকারীদের রিপোর্ট করার আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপের বক্তব্য, ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতেই এহেন পদক্ষেপ। সেই বিষয়টি মাথায় রেখে এআই ও একাধিক অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নিরন্তর কাজ চলছে। কাজ করছেন ডেটা সায়েন্টিস্ট ও বিশেষজ্ঞের টিমও। অ্যাকাউন্ট বন্ধের ঘোষণার পাশাপাশি এই মেসেজিং প্ল্যাটফর্মকে সঠিকভাবে ব্যবহার করার জন্যও একাধিক পরামর্শ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Whatsapp, #Cyber Fraud, #CYBER CRIME, #India

আরো দেখুন