শমীক ভট্টাচার্যকে বঙ্গ বিজেপি’র রাজ্য সভাপতি চেয়ে পোস্টার কালনায়, অস্বস্তি বাড়ল বিজেপি’র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গ বিজেপি’র রাজ্য সভাপতির নাম নিয়ে চলছে দড়ি টানাটানি। গেরুয়া শিবিরের অন্দরে ভাসছে বিভিন্ন নাম। এই আবহে বুধবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু পোস্টারকে কেন্দ্র করে নতুনভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে চাওয়া হয়েছে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে। এর আগে অগ্নিমিত্রা পলকে রাজ্য সভানেত্রী চেয়ে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। সোশ্যাল মিডিয়ায় হামেশাই দেখা যায় ‘দিলীপদা তোমায় চাই’ জাতীয় পোস্টার। সেই তালিকায় এবার নতুন সংযোজন শমীক ভট্টাচার্য।
বুধবার সকালে কালনা শহরের পুরানো বাস স্ট্যান্ড এলাকায় তাঁকে রাজ্য সভাপতি দেখতে চেয়ে পোস্টার পড়ল। শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের পোস্টার পড়েছে। নেতৃত্ব গোপন তদন্ত করে জানতে পেরেছে, পুরনো নেতা এবং কর্মীরাই এই পোস্টার দিয়েছে। তাতে বিজেপি নেতৃত্বর অস্বস্তি বেড়েছে। এমনিতেই রাজ্য সভাপতির পদে কে বসবেন তা নিয়ে দড়ি টানাটানি চলছে। একাংশ চাইছেন সুকান্ত মজুমদারকেই ওই পদে রাখা হোক। দিলীপ ঘোষ সহ অন্যান নেতাদের আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দেওয়া হোক। একপক্ষ অবশ্য নতুন মুখ আনার পক্ষে সওয়াল করছেন। সেই তালিকায় একাধিক নাম রয়েছে। শমীকবাবুও তালিকায় যুক্ত হয়েছেন। কিন্তু এদিন এভাবে পোস্টার পড়ায় নেতৃত্ব কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছে।
কালনা অঞ্চলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। বহু পুরনো বিজেপি কর্মী বসে গিয়েছে। এমনকী কালনা-১ ব্লক এলাকায় জয়ী বিজেপির পঞ্চায়েত সদস্যদের খোঁজখবর নেওয়া হয় না বলে তাঁদের দাবি। এই পরিস্থিতে এমন পোস্টারে নেতৃত্বের অস্বস্তি বাড়াই স্বাভাবিক। কালনা শহরের পুরনো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মহকুমা বিদ্যুৎ দপ্তরের সামনে এই পোস্টার দেখা যায়। তাতে লেখা ছিল, ‘একমাত্র শমীক ভট্টাচার্য সভাপতি হলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই জোরদার হবে। সংসদে তিনি যেমন বলেন, রাস্তার লড়াইতেও মমতার বিরুদ্ধে জোরদার লড়াই করতে পারবেন’। পোস্টারের নীচে লেখা ‘বিজেপি বাঁচাও মঞ্চ’। শমীক নিজে অবশ্য কড়া ভাষায় এই ‘পোস্টার রাজনীতি’র নিন্দা করেছেন। তিনি মনে করছেন, যাঁরা বিজেপিকে চেনেন, জানেন, তাঁরা কখনও পোস্টার সেঁটে রাজ্য সভাপতি চাইবেন না।