EPIC ইস্যুতে সময় চেয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এপিক ইস্যুতে আবার নির্বাচন কমিশনের উপর ‘চাপ’ বাড়াতে দেখা করতে সময় চেয়ে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। এর আগেও গত ৩১ মার্চ একইভাবে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দিয়েছিল তৃণমূল। কিন্তু কোনও জবাব আসেনি। তাই ফের চিঠি দেওয়া হল। বুধবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে, এবার মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি করল তৃণমূল। জিরো আওয়ারে দলের রাজ্যসভার সদস্য নাদিমুল হক বুধবার বলেন, সুনীতা উইলিয়ামস যখন ২০০৭ সালে ভারতে এসেছিলেন, তখন তাঁকে পদ্মভূষণ দেওয়া হয়েছিল। সেসময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ভারতের এক মহিলাকে তিনি খুব শ্রদ্ধা করেন। তিনি সোনিয়া গান্ধী। এরপরেই বিজেপিকে খোঁচা দিতে নাদিমুল বলেন, সুনীতা উইলিয়ামসের আদি গ্রাম গুজরাতের মেহসানা। তাঁর দূর সম্পর্কের আত্মীয় হলেন বিজেপির হারিণ পাণ্ডিয়া। যিনি গুজরাতে রহস্যজনকভাবে খুন হয়েছিলেন। যা শুনে বিজেপি সাংসদরা হইহই করে ওঠেন।