রাজ্য বিভাগে ফিরে যান

বাংলা ও সিকিমের মধ্যে চলাচলের জন্য আরও তিন হাজার গাড়িকে পারমিট দেওয়া হবে

April 3, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পর্যটকদের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। যারফলে গাড়ির চাহিদাও বেড়েছে। এই অবস্থায় বাংলা ও সিকিমের মধ্যে আরও বেশি সংখ্যক গাড়ি চালানোর প্রস্তাব আসছে। বুধবার শিলিগুড়িতে সিকিম ও পশ্চিমবঙ্গের পরিবহণ দপ্তরের মধ্যে রেসিপ্রোকাল চুক্তি পুনর্নবীকরণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এমনই প্রস্তাব পেশ করা হয়েছে। সভায় দুই রাজ্যের মধ্যে আরও তিন হাজার গাড়ি চলাচলের জন্য পারমিট দেওয়ার প্রস্তাব পেশ হয়েছে।

দু’বছর আগে পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে কন্ট্রাক্ট ও স্টেট ক্যারেজ যানবাহন চলাচল নিয়ে পারস্পরিক চুক্তি সম্পাদিত হয়েছিল। বিভিন্ন মহলের দাবিতে সেই চুক্তি পুনর্নবীকরণ করতে দুই রাজ্যই তৎপর। এজন্য এদিন শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে দুই রাজ্যের পরিবহণ দপ্তরের কর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে এ রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পরিবহণ দপ্তরের প্রধান সচিব সৌমিত্র মোহন, সিকিমের পরিবহণ দপ্তরের উপদেষ্টা তথা বিধায়ক মদন সিঞ্চুরি, সিকিমের কমিশনার তথা পরিবহণ সচিব রাজ যাদব হাজির ছিলেন।

রাজ্যের পরিবহণমন্ত্রী বলেন, বৈঠকে বিভিন্ন সমস্যা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। বেশকিছু প্রস্তাব এসেছে। এ ব্যাপারে রাজ্য সরকারের কাছেই রিপোর্ট পাঠানো হবে। শীঘ্রই দুই রাজ্যের মধ্যে রেসিপ্রোকাল চুক্তি স্বাক্ষর হবে। মেয়র বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। তবে চুক্তি সম্পাদিত না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

প্রসঙ্গত, ২০২২ সালে সংশ্লিষ্ট দুই রাজ্যের পরিবহণ দপ্তরের মধ্যে রেসিপ্রোকাল চুক্তি স্বাক্ষর হয়েছিল। সিকিমের কমিশনার তথা পরিবহণ সচিব বলেন, ২০২২ সালের চুক্তি অনুসারে কন্ট্রাক্ট ও স্টেট ক্যারেজে মিলিয়ে বাংলা থেকে সিকিমে তিন হাজার এবং সিকিম থেকে বাংলায় তিন হাজার গাড়ি চলাচল করছে। এখন পর্যটক বেড়েছে। সারা বছরই পাহাড়ে ভিড় থাকছে। তাই বিভিন্ন মহলের দাবি অনুসারে বাংলা ও সিকিম থেকে আরও ১৫০০টি গাড়ির পারমিট দেওয়ার প্রস্তাব পেশ করা হয়েছে বৈঠকে। প্রস্তাব কার্যকর হলে বাংলা থেকে সিকিমে ৪৫০০ এবং সিকিম থেকে বাংলায় ৪৫০০টি গাড়ি চলতে পারবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #tourists, #Vehicles, #Sikkim

আরো দেখুন