হাতিমৃত্যু আটকাতে এবার AI-র সাহায্য নিচ্ছে বনদপ্তর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা বার বার শিরোনামে এসেছে। রেল ও বন দপ্তরের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। এবার ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যু আটকাতে বিশেষ উদ্যোগ নিল বন দপ্তর। চাপড়ামারি জঙ্গল সংলগ্ন রেললাইনের ধারে বসানো হয়েছে AI প্রযুক্তিভিত্তিক অত্যাধুনিক যন্ত্র।
বেশ কিছু বছর আগে ট্রেনের ধাক্কায় একটি গর্ভবতী হাতির মৃত্যু হয়েছিল। তারপর থেকেই বন দপ্তর এই ধরনের ঘটনা এড়াতে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্র ব্যবহার করছে। যার মধ্যে এটি অন্যতম। যদি হাতি রেললাইন বা আশেপাশের এলাকায় চলে আসে, তাহলে অটোমেটিকভাবে বন দপ্তর এবং রেল দপ্তরকে এসএমএস পাঠিয়ে সতর্ক করবে চাপড়ামারি জঙ্গলে বসানো এই উন্নতমানের এআই যন্ত্রটি। পাশাপাশি হাতি বা অন্য কোনও বন্যপ্রাণী রেললাইনের কাছে আসার বিষয়টি ওই যন্ত্রে থাকা ক্যামেরা ছবির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরকে জানাবে।