ফের বাংলা ভাগের জিগির তুলে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক BJP-র প্রতিনিধিদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠকে বিজেপির প্রতিনিধিরা স্পষ্টই জানিয়ে এসেছেন, দলের নির্বাচনী ইস্তাহারে পাহাড় নিয়ে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন চাই। অর্থাৎ, আলাদা গোর্খাল্যান্ডের দাবিকে মান্যতা দিতে হবে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক হলেও তাতে অংশই নেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিজেপির পক্ষে এদিনের বৈঠকে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং কালচিনির বিধায়ক বিশাল লামা। বিজেপির প্রতিনিধিরা দাবি করেছেন যে, এদিনের বৈঠকে রাজ্য সরকারের কোনও প্রতিনিধি অংশ নেননি। যদিও এই বৈঠক আদৌ ত্রিপাক্ষিক ছিল কি না, তা নিয়ে গোড়া থেকেই সংশয় ছিল। বৈঠকের পর কালচিনির বিজেপি বিধায়ক বলেছেন, গোর্খার প্রতিনিধিরা ন্যায়বিচার পাচ্ছেন না। তাঁরা বঞ্চিত হচ্ছেন। নির্বাচনী ইস্তাহারে বিজেপি পাহাড় নিয়ে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। এবার তার রূপায়ণ জরুরি। আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাই বাংলা ভাগের হাওয়া জিইয়ে রাখতেই তৎপর বিজেপি।