কলকাতা বিভাগে ফিরে যান

রামনবমীর শোভাযাত্রা নিয়ে বিশেষ সতর্কতা কলকাতা পুলিশের, কোনও রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না

April 4, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রামনবমীর শোভাযাত্রা নিয়ে আগেই কলকাতা পুলিশের থানাগুলিকে সতর্ক করেছে লালবাজার। পুলিশকর্মীদের ওই দু’দিন সজাগ থাকতেও বলা হয়েছে লালবাজারের তরফে। যেকোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া বার্তা দেওয়া হয়েছে বাহিনীকে। একইসঙ্গে শহরের শোভাযাত্রাগুলির আয়োজকদেরও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে।

লালবাজারের পদস্থ কর্তারা জানিয়েছেন, ৬ এপ্রিল রামনবমী উপলক্ষ্যে কলকাতা শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শোভাযাত্রা থেকে কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলে আয়োজকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় থানার অফিসাররা আয়োজকদের সঙ্গে বৈঠক করে এই বিষয়টি স্পষ্ট করেছেন। শোভাযাত্রায় কী করা যাবে এবং কী করা যাবে না, সে সম্পর্কেও আয়োজকদের বিশদে জানানো হয়েছে। পুলিসের নির্দেশ অনুযায়ী, মিছিলগুলিতে কোনওরকম অস্ত্র ও বাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শহরে তিন থেকে চারটি বড় মিছিল বেরনোর কথা। সেগুলিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। পুলিসের তরফে জানানো হয়েছে, প্রতিটি মিছিলের সঙ্গে পর্যাপ্ত বাহিনী মোতায়েন থাকবে এবং মিছিলগুলিকে এসকর্ট করা হবে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে শোভাযাত্রার উপরে আকাশপথে নজরদারি করতে চায় পুলিশ। প্রশাসনের খবর, এই নজরদারির জন্য থানাগুলিকে ড্রোন জোগাড় করতে বলা হয়েছে। মূলত বিভিন্ন স্পর্শকাতর এলাকা এবং ধর্মীয় স্থানের উপরেই নজরদারি করা হবে। এর আগে বিভিন্ন শোভাযাত্রার ঘোষিত পথে এবং ধর্মীয় স্থানের চারপাশে সিসি ক্যামেরার নজরদারির নির্দেশও দিয়েছে রাজ্য এবং কলকাতা পুলিশ। ইতিমধ্যেই লালবাজার জানিয়েছে, রাম নবমী উপলক্ষে শহরের বিভিন্ন ধর্মীয় স্থান কিংবা রাস্তায় জরুরি ভিত্তিতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি থানার পুলিশ আধিকারিকদের ওই শোভাযাত্রার ডিউটি করার সময় বডি ক্যামেরা ব্যবহার করার জন্য বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#procession, #West Bengal, #Kolkata, #Kolkata Police, #Ram Navami

আরো দেখুন