বিবিধ বিভাগে ফিরে যান

দুয়ারে এয়ার কন্ডিশনার! দশ মিনিটেই বাড়িতে পৌঁছবে AC, জানুন কীভাবে?

April 5, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোবাইল কয়েকটা ক্লিকে অর্ডার করে দিলেই হল। ১০ মিনিটেই চলে আসে প্রয়োজনীয় সামগ্রী। কুইক কমার্স সংস্থাগুলি রীতিমতো পাল্লা দিয়ে ব্যবসা করছে। এবার ই-কর্মাস সাইট মিলবে এয়ার কন্ডিশনারও। ঘরে বসেই তা অর্ডার করতে পারবেন ক্রেতারা। ১০ মিনিটেই তা পৌঁছে যাবে। অসাধ্য সাধন করছে জ্যোমাটোর কুইক কমার্স সংস্থা ব্লিঙ্কিট।

শনিবার, ব্লিঙ্কিটের প্রতিষ্ঠাতা তথা সিইও আলবিন্দর ধিন্দসা ঘোষণা করেন, এবার থেকে এয়ার কন্ডিশনারও অনলাইনে ডেলিভারি করা হবে। মাত্র ১০ মিনিটেই তা পৌঁছে দেওয়া হবে। জানা যাচ্ছে, হ্যাভেলসের সঙ্গে চুক্তি করেছে ব্লিঙ্কিট। হ্যাভেলসের ব্রান্ড লয়েড-র এসি অনলাইনে পাওয়া যাবে। ১০ মিনিটেই তা ক্রেতায় দোরগোড়ায় হাজির হবে।

আপাতত দিল্লি-এনসিআর অঞ্চলেই সুবিধা পাওয়া যাবে। ধীরে ধীরে অন্য শহরগুলিতেও এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে ব্লিঙ্কিটের। ইনস্টলেশনের ঝামেলাও পোহাতে হবে না। ব্লিঙ্কিট-ই এসি কেনার ২৪ ঘণ্টার মধ্যেই ইনস্টল করে দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Air Conditioner, #Blinkit AC Delivery, #Delevery, #Blinkit

আরো দেখুন