গরমে AC, কুলার চালিয়েও বিদ্যুতের বিল থাকবে নাগালে! জানুন উপায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তীব্র গরম থেকে রেহাই পেতে, ফ্রিজ, এসি, কুলার চালানোর বহর বেড়েছে? বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত? চিন্তা ছাড়ুন, সহজ কিছু উপায় মানুন। বিদ্যুতের বিল থাকবে নাগালেই।
৫ স্টার রেটিং সহ সরঞ্জাম ব্যবহার করুন
এসি, ফ্রিজ ইত্যাদি কেনার ক্ষেত্রে সব সময় ৫ স্টার রেটিং-সহ গ্যাজেট কিনুন।
এতে তুলনায় কম বিদ্যুৎ খরচ হয়।
এসির সাথে ফ্যান ব্যবহার করুন
এসির পাশাপাশি ঘরে ফ্যানও ব্যবহার করতে পারেন। ফ্যান ব্যবহার করলে ঘরের তাপমাত্রা দ্রুত ঠান্ডা হবে। ফ্যানটি দ্রুত এসির বাতাস পুরো ঘরে ছড়িয়ে দেয়। অন্যদিকে শুধু এসি চালালে ঘর ঠান্ডা হতে বেশি সময় লাগবে।
টাইমার সেট করুন
অনেকেই রাতে এসি চালানোর পর ঘর ঠান্ডা হয়ে গেলেও এসি বন্ধ করেন না। এতে বিদ্যুৎ বিল বেশি আসে। এসিতে টাইমার সেট করে ঘুমাতে যাওয়া উচিত। টাইমার সেট করা হলে নির্দিষ্ট সময় পর এসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় হবে।
নির্দিষ্ট সময়ে সার্ভিসিং করুন
এসি নিয়মিত সার্ভিস করানো উচিত। এসি সার্ভিসিং করালে এর কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। বেশি বিদ্যুৎ খরচ হয় না।
এছাড়াও সঠিক তাপমাত্রায় এসি চালানো খুব জরুরি। বেশিরভাগ মানুষই ১৮ বা ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চালাতে পছন্দ করেন। এতে বিদ্যুৎ বিল আরও বাড়তে পারে। ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসে এসি চালাতে পারেন। এই তাপমাত্রায় এসি চালালে বিদ্যুৎ খরচ তুলনামূলক কমবে।