বিবিধ বিভাগে ফিরে যান

অন্নপূর্ণা পুজো উপলক্ষ্যে মাথাভাঙায় শুরু শতাব্দী প্রাচীন কনক নাথের মেলা

April 6, 2025 | < 1 min read

অন্নপূর্ণা পুজো উপলক্ষ্যে মাথাভাঙায় শুরু শতাব্দী প্রাচীন কনক নাথের মেলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অন্নপূর্ণা পুজো উপলক্ষ্যে মাথাভাঙায় বসল কনক নাথের মেলা। শনিবার, অন্নপূর্ণা পুজো দিতে ভিড় জমান ভক্তরা। ভিড় সামাল দিচ্ছে মাথাভাঙা থানার পুলিস। রাজবংশী সম্প্রদায়ের রীতি মেনে পুজো দেওয়ার পর মেলায় আসা লোকজন দই চিড়ে খান। উল্লেখ্য, ১৯১৩ সালে সর্বজনীনভাবে শুরু হয় এই মেলা। অর্থাৎ মেলার বয়স ১১২ বছর।

প্রসঙ্গত, কনক নাথ ছিলেন এলাকার সভ্রান্ত লোক। হঠাৎই গ্রামে দুর্ভিক্ষ শুরু হয়। স্বপ্নাদেশ পেয়ে কনক নাথ বাড়িতে অন্নপূর্ণা দেবীর পুজো শুরু করেন। পরবর্তীতে সর্বজনীনভাবে পুজো শুরু হয়। মানসাই নদীতে স্নান করার পর পুজো দেন ভক্তরা। শনিবার সকাল থেকে কয়েক হাজার ভক্ত লাইন দিয়ে পুজো দিয়েছেন।

বাসন্তী পুজোর সপ্তমীর দিন সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলা নিলামে দিয়েছে গ্রাম পঞ্চায়েত। জানা গিয়েছে, মেলাটি সাড়ে তিন লক্ষ টাকায় লিজ দেওয়া হয়েছে। মেলাটি একদিনের। অষ্টমীর পুজো দিতে মানুষের ভিড় উপচে পড়ে। কনক নাথের পরিবারের লোকজন আজও পুজো পরিচালনা করে। তিন দিন ব্যাপী পুজো হয়। প্রচুর ভক্ত মানত করে পাঁঠা, পায়রা দেন। মেলার আয়োজক পচাগড় গ্রাম পঞ্চায়েত।

TwitterFacebookWhatsAppEmailShare

#annapurna puja, #Mathabhanga, #Kanak Nath Mela

আরো দেখুন