রাজ্য বিভাগে ফিরে যান

রবিবারেও খোলা নবান্ন, পুলিশের কন্ট্রোল রুম, আজ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপর রাজ্য প্রশাসন

April 6, 2025 | 2 min read

রবিবারেও খোলা নবান্ন, পুলিশের কন্ট্রোল রুম, আজ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপর রাজ্য প্রশাসন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, রবিবার, ছুটির দিনেও খোলা থাকছে রাজ্যের মূল প্রশাসনিক ভবন। পুলিশের কন্ট্রোল রুমও খোলা থাকছে বলে জানা গিয়েছে। নবান্নে বসে গোটা রাজ্য নজরে রাখবেন এডিজি, আইনশৃঙ্খলা জাভেদ শামিম। পুলিশের অন্যান্য শীর্ষ কর্তারাও থাকবেন। সুষ্ঠুভাবে রামনবমী পালন করতে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন। অশান্তির আশঙ্কা থাকায় প্রশাসনিক স্তরে নজরদারি চালানোর জন্য নবান্নও খোলা রাখা হয়েছে। রামনবমীতে রাজ্যজুড়ে অজস্র মিছিল বেরনোর কথা। সব যাতে সুষ্ঠুভাবে শেষ হয়, সে দিকেই নবান্নে বসে নজরদারি চালাবেন পুলিশকর্তারা। রাজভবনের তরফেও খোলা হয়েছে পিস রুম।

নির্দিষ্ট কয়েকটি রুটেই একমাত্র মিছিল করা যাবে। অশান্তি এড়াতে কড়া ব‌্যবস্থা নিচ্ছে লালবাজার। দশটি জেলা ও পুলিশ কমিশনারেটকে ‘সংবেদনশীল’ বলে ঘোষণা করা হয়েছে। সে সব এলাকায় বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। তালিকায় রয়েছে আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ জেলা ও জেলার কমিশনারেট। ‘সংবেদনশীল’ দশটি জেলা ও পুলিশ কমিশনারেটে ২৯ জন আইপিএস অফিসারকে পাঠানো হচ্ছে।

শনিবার পুলিশকর্তাদের নিয়ে নবান্নে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। জেলাস্তরে পুলিশের প্রস্তুতি রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত হয়, রামনবমীতে নবান্ন খোলা রাখার। ৯ তারিখ পর্যন্ত রাজ্য পুলিশের সকলের ছুটি বাতিল করা হয়েছে। রাজভবনের তরফেও রামনবমী উপলক্ষে রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছে। রবিবার সকাল থেকে মোবাইল রাজভবন চালু হয়ে গিয়েছে। খোলা হয়েছে পিস রুম। নম্বর – ০৩৩-২২০০১৬৪১.

কেবল কলকাতার বুকেই প্রায় ৬০ টি মিছিলের তালিকা জমা পড়েছে। কলকাতায় প্রায় ৪ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। বিশেষ দায়িত্বে থাকছেন পদস্থ আধিকারিকেরা। পাশাপাশি মিছিলে আকাশপথে ড্রোন নজরদারিও চলবে। মিছিলে থাকা পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীদের শরীরে ‘প্রোটেকটিভ গিয়ার’ রাখতে হবে। মিছিলের সামনে ও পিছনে হাঁটবে পুলিশ। থাকবে পুলিশের গাড়ি। মিছিল যাওয়ার রাস্তাগুলির আশপাশের রাস্তাতেও থাকবে পুলিশের টহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata Police, #Nabanna, #West Bengal Police, #Law & Order, #Adminstration, #Ramnavami, #Rama Navami 2025

আরো দেখুন