বিনোদন বিভাগে ফিরে যান

সুদীপ-পৃথার বিবাহ বিচ্ছেদ! সত্যিটা কি?

April 6, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী পৃথা মুখোপাধ্যায়। এত বছর বিবাহিত জীবন সুখেই কাটাচ্ছিলেন কিন্তু একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠিয়ে দেয়।

পৃথা চক্রবর্তী নিজের সমাজমাধ্যমের প্রোফাইলে লিখেছেন ‘উই আর নো লঙ্গার টুগেদার, মি অ্যান্ড সুদীপ মুখার্জ্জী৷ উই আর নাউ অফিসিয়ালি ডিভোর্সড৷ উই উইল রিমেন ফ্রেন্ডস ফরএভার৷’

এই পোস্টের পর যখন শোরগোল পড়ে যায় তখন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় রবিবারই সকালে একটি ভিডিও পোস্ট করে জানিয়ে দিলেন তাঁদের কোনও সমস্যা নেই৷ পুরো ঘটনাটা নাকি পৃথা মজা করেছেন!

TwitterFacebookWhatsAppEmailShare

#Divorce, #Preetha Mukherjee, #Sudip Mukherjee, #Prank

আরো দেখুন