আর্থিক স্বনির্ভরতার পথে আরও এগোলো রাজ্য, GST আদায় বৃদ্ধিতে জাতীয় হারকে ছাপিয়ে গেল বাংলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর্থিকভাবে ক্রমশ স্বনির্ভর হয়ে উঠছে বাংলা। ২০২৪-‘২৫ অর্থবর্ষের শেষে, আর্থিকভাবে বাংলার স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার প্রমাণ মিলেছে একাধিক পরিসংখ্যানে, সমাজ মাধ্যমে তা জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী।
জিএসটি আদায়ের ক্ষেত্রে সদ্য সমাপ্ত অর্থ বছরে বাংলা ৪,৮০৮ কোটি টাকা আদায় করেছে। আদায় বৃদ্ধির হার ১১.৪৩ শতাংশ। বিগত অর্থ বছরের হারকেও ছাপিয়ে গিয়েছে বাংলা। জাতীয় হারকেও ছাপিয়ে গিয়েছে বাংলা। উল্লেখ্য, দেশের ক্ষেত্রে জিএসটি আদায়ের হার ৯.৪৪ শতাংশ।
রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে, দলিল রেজিস্ট্রির সংখ্যা ৬০ হাজার বৃদ্ধি পেয়েছে, যা বাংলার আর্থিক বাজারের গতিশীলতার সাক্ষ্য বহন করে। ২০২৪-‘২৫ অর্থবর্ষের সংগ্রহ বিগত বছরের তুলনায় ১,৯০৮ কোটি টাকা বেশি, বৃদ্ধি হার ৩১.০৫ শতাংশ।
এক্স পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “এই পরিসংখ্যান প্রমাণ করে, আমরা স্বনির্ভরতা এবং আর্থিক শৃঙ্খলায় বিশ্বাস করি এবং আমাদের প্রশাসন বাংলার জনগণের কল্যাণের জন্য রাজ্যের আর্থিক ব্যবস্থা সুবিন্যস্ত করার ব্যাপারে আন্তরিক এবং উদ্যোগী। আমাদের অর্থ বিভাগ এবং আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য সকলকে অভিনন্দন। আসুন আমরা এগিয়ে যাই!”