নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সেমিফাইনালে দ্বিতীয় লেগে মুখোমুখি হয় মোহনবাগান ও জামশেদপুর এফসি।
প্রথমার্ধে গোল শূন্য ছিল গোটা ম্যাচ। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটের মাথায় পেনাল্টি পায় মোহনবাগান। কামিন্স পেনাল্টিতে গোল করে এগিয়ে দেন মোহনবাগানকে। ৯০+৪ মিনিটে দ্বিতীয় গোল করেন Ralte।
সেমিফাইনালের প্রথম লেগে ১-২ ম্যাচ হারে মোহনবাগান। গোল সংখ্যার নিরিখে দুই লেগ মিলিয়ে ৩-২ জিতে ISL-র ফাইনালে উঠল মোহনবাগান।