এপ্রিলেই অপেক্ষার অবসান! এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশে মেট্রো চলাচল শুরু চলতি মাসে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে! এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো পথ কি জুড়ে যাবে? সম্প্রতি কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার (জিএম) পি উদয়কুমার রেড্ডির পাঠানো এক লিখিত বার্তায় সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী ২৪ এপ্রিল মোদী এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো পথের উদ্বোধন করবেন। যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে। যাত্রী পরিষেবা চালুর লক্ষ্যে সমস্ত সরকারি আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।
এই অংশ খুলে গেলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুট—হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ অবধি মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। ওই দিনই নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবির মোড়) থেকে বেলেঘাটা রুটেও মেট্রো চলাচলের সূচনা হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এখনই প্রকাশ্যে কিছু বলতে রাজি নয় মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের রেডি প্রজেক্টের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। বউবাজারে মেট্রোর সুড়ঙ্গ বিপর্যয়ের জেরে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প কার্যত অনিশ্চিত হয়ে পড়ে। দীর্ঘ পাঁচ বছরের চেষ্টায় সেই সমস্যার সমাধানের পর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর লাইন পাতার কাজ সম্পন্ন হয়েছে। গত কয়েকমাস ধরে সেখানে চলছে ‘ট্রায়াল রান’। যাত্রী পরিষেবার জন্য কমিশনার অব রেলওয়ে সেফটির চূড়ান্ত পরিদর্শন ও ছাড়পত্র মিললেই দেশের প্রথম নদীর তলা দিয়ে যাওয়া মেট্রো ছুটবে প্রস্তাবিত সম্পূর্ণ রুটে। এতদিন বউবাজারে টানেল বিপর্যয়ের কারণেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পাতালপথে যুক্ত করা যাচ্ছিল না। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৪ এপ্রিল তা চালু হয়ে যাবে।
নোয়াপাড়া থেকে জয়হিন্দ (এয়ারপোর্ট) পর্যন্ত মেট্রোর জন্য পরিকাঠামো নির্মাণের কাজও শেষ। এই অংশ চালু হলে কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো রুটের যাত্রীরা নোয়াপাড়ায় নেমে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন। এসপ্ল্যানেডে নেমে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় চাপা যাবে। কবি সুভাষে নেমে বেলেঘাটা পর্যন্ত চলে আসা যাবে সহজে। বিমানবন্দর চত্বরে অবস্থিত জয়হিন্দ মেট্রো স্টেশন মাটির ১২ মিটার নীচে করা হয়েছে। সাবওয়ের মাধ্যমে যা বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত। এই রুট চালু হলে বিমানবন্দরে যাওয়া-আসা অনেকটাই সহজ হবে।