দেশ বিভাগে ফিরে যান

নতুন সভাপতি ঠিক না-করে জাতীয় কর্মসমিতির বৈঠকে নিমরাজি BJP?

April 8, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গেরুয়া পার্টির নতুন সর্বভারতীয় সভাপতি ঠিক না জাতীয় কর্মসমিতির বৈঠকে যেতে চাইছে না বিজেপি শীর্ষ নেতৃত্ব। আগামী ১৮ থেকে ২০ এপ্রিল বেঙ্গালুরুতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক আয়োজিত হবে। দলের জাতীয় পরিষদের বৈঠকও হতে পারে একই সঙ্গে। তবে দলের নতুন সর্বভারতীয় সভাপতির নাম এখনও পর্যন্ত স্থির না হওয়ায় ওই বৈঠককে কেন্দ্র করে বিজেপির অন্দরেই তীব্র সংশয়ের সৃষ্টি হয়েছে। গেরুয়া শিবির সূত্রে খবর, চৈত্র মাসে সম্ভবত নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে না। বৈশাখের প্রথমেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

দাক্ষিণাত্যে দাগ কাটতে ডাহা ফেল করেছে বিজেপি। সেই কারণেই প্রস্তাবিত জাতীয় কর্মসমিতি ও জাতীয় পরিষদের বৈঠকের জন্য বেঙ্গালুরুকে প্রাথমিকভাবে বেছেছে পদ্ম পার্টি। রাজ্যে রাজ্যে বিজেপির সাংগঠনিক নির্বাচন চলছে। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী, অন্তত ৫০ শতাংশ রাজ্যে সাংগঠনিক নির্বাচন সম্পূর্ণ না হলে জাতীয়স্তরে সভাপতি নির্বাচন বিজেপির পক্ষে সম্ভব নয়। সেই কাজে এখনও পিছিয়ে রয়েছে গেরুয়া শিবির।

অন্যদিকে, বাংলায় সুকান্ত মজুমদারকে সরিয়ে দলের রাজ্য সভাপতি কে হবেন, তা স্থির করতে হিমশিম খাচ্ছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার উত্তরসূরি হিসাবে একাধিক নাম নিয়ে চর্চা শুরু হয়েছে।

দৃষ্টিভঙ্গি, গত ১০ মার্চ প্রকাশিত প্রতিবেদনে দাবি করেছিল মনোহরলাল খট্টর বিজেপির সভাপতি হতে পারেন। মনে করা হচ্ছে, তিনিই হতে চলেছে বিজেপির পরবর্তী সভাপতি।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #BJP working committee, #president, #bjp, #bharatiya janata party

আরো দেখুন