কলকাতা বিভাগে ফিরে যান

বাঁশদ্রোণী বাজারে ‘লেন্টিকুলার আর্ট’-এ শোভা পাচ্ছে কৃতি বাঙালিরা

April 8, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টালিগঞ্জের বাঁশদ্রোণী বাজারের সামনের অংশে সেলফি জোন, বসার জায়গা তৈরি হয়েছে। সৌন্দর্যায়নের লক্ষ্যে ‘লেন্টিকুলার আর্ট’ তৈরি হচ্ছে। উত্তম-সুচিত্রা থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, সঙ্গীতশিল্পী রাশিদ খানের ছবিতে সেজে উঠেছে ফুটপাতের রেলিং। দূর থেকে দেখা যাবে কৃতি বাঙালিদের মুখ।

নিউটাউনে রাস্তার ধারেও লেন্টিকুলার আর্ট চোখে পড়ে। নেতাজি সুভাষচন্দ্র বসু রোডের উপর থাকা সেলফি জোনের সামনের ফুটপাতের রেলিংয়ে উত্তম কুমার, সুচিত্রা সেন, কানন দেবী, ছবি বিশ্বাস, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাহিত্যিক মহাশ্বেতা দেবী, সংগীতশিল্পী রাশিদ খান, ফুটবলার কৃষাণু দে, সুরজিৎ সেনগুপ্তের মতো কৃতিদের প্রতিকৃতি লেন্টিকুলার আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#art, #Bansdroni Bazaar, #Lenticular Art, #Kolkata

আরো দেখুন